Buddhadeb Bhattacharjee Hospitalised: জ্ঞান ফিরেছে বুদ্ধদেব ভট্টাচার্যের, ঘুম পাড়িয়ে রাখা হয়েছে, খবর হাসপাতাল সূত্রে
তাঁকে ৩৫ শতাংশ ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে, দেওয়া হয়েছে স্টেরয়েড
কলকাতা: গভীর রাতে জ্ঞান ফিরেছে বুদ্ধদেব ভট্টাচার্যের। তবে উডল্যান্ডস হাসপাতাল সূত্রে খবর, তাঁকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে।
প্রাক্তন মুখ্যমন্ত্রীর শরীরে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, শেষ টেস্টের রিপোর্টে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ ৪২ পাওয়া গিয়েছে। সিওপিডি রোগীর ক্ষেত্রে শরীরে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ এমনই থাকে।
তবে হাসপাতাল সূত্রে খবর, অবস্থার সামান্য উন্নতি হলেও, বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থা এখনও সঙ্কটজনক। তাঁকে ৩৫ শতাংশ ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। দেওয়া হয়েছে স্টেরয়েড।
প্রাক্তন মুখ্যমন্ত্রীর শরীরে অক্সিজেন স্যাচুরেশন এখন ৯২ থেকে ৯৫ এর মধ্যে ঘোরাফেরা করছে। শরীরে অক্সিজেনের মাত্রা ৬২। গতকাল গভীর রাতে চিকিত্সকরা তাঁর শারীরিক অবস্থা পরীক্ষা করেন।
চিকিত্সকরা আশাবাদী, এইভাবে যদি তিনি সাড়া দেন তাহলে তাঁকে তাড়াতাড়ি ভেন্টিলেটর সাপোর্ট থেকে বের করে আনা সম্ভব হবে। আজ সকাল ১০টায় বসবে মেডিক্যাল বোর্ড। গতকাল প্রবল শ্বাসকষ্টের কারণে তাঁকে উডল্যান্ডসে ভর্তি করা হয়।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টের সমস্যা রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর। তাঁর পরিবার সূত্রে খবর, বুধবার সকাল থেকেই শরীরটা খারাপ ছিল বুদ্ধদেব ভট্টাচার্যের। বেলা বাড়তেই শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।
বাড়তে থাকে শ্বাসকষ্টের সমস্যা। সূত্রের খবর, শরীরে অক্সিজেন স্যাচুরেশনের পরিমাণ কমতে কমতে ৭০ শতাংশে পৌঁছে যায়। গতকাল বাড়িতেই প্রায় অচৈতন্য হয়ে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী।
তারপর চিকিত্সকের পরামর্শেই বিকেলের দিকে তাঁকে উডল্যান্ডস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে পৌঁছনের পর কোভিড টেস্ট করা হয় বুদ্ধদেব ভট্টাচার্যের। সেই রিপোর্ট নেগেটিভ আসে।
এরপর আইসিইউ-তে ভর্তি করা হয় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। হাসপাতাল সূত্রের খবর, প্রাক্তন মুখ্যমন্ত্রীর বুক ও মস্তিষ্কে সিটি স্ক্যান করা হয়। সেখানে তাঁর পুরনো কিছু সমস্যার চিহ্ন পাওয়া গিয়েছে বলে সূত্রের খবর।
হাসপাতাল সূত্রে খবর, বুদ্ধদেব ভট্টাচার্যের শরীরে অক্সিজেনের মাত্রা ৯৫ শতাংশে আনা গেলেও, মাঝে মাঝেই তা ওঠানামা করছে। তাঁকে ইনট্রাভেনাস অ্যান্টিবায়োটিক দেওয়া হয়।
৫ চিকিত্সকের মেডিক্যাল টিম বুদ্ধদেব ভট্টাচার্যের চিকিত্সায় রয়েছেন। প্রথমে তাঁকে বাইপ্যাপ ভেন্টিলেশনে রাখা হলেও পরে মেকানিক্যাল ভেন্টিলেশনে স্থানান্তর করা হয়।
হাসপাতাল সূত্রে খবর, প্রথমে বুদ্ধদেব ভট্টাচার্যের শরীরে কার্বন ডাই অক্সাইডের মাত্রা অস্বাভাবিক হারে বাড়লেও, পরে তা কিছুটা নিয়ন্ত্রণ করা গিয়েছে। ওষুধ প্রয়োগের পর স্বাভাবিক হয় তাঁর রক্তচাপ ও পালস্ রেট।
আজ সকালে বুদ্ধদেব ভট্টাচার্যের আরও কয়েকটি পরীক্ষা করা হবে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর অসুস্থতার খবর পেয়েই হাসপাতালে হাজির হন বাম নেতৃত্ব। প্রাক্তন মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিও।
এদিন সন্ধেয় বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে উডল্যান্ডসে যান মমতা বন্দ্যোপাধ্যায়, পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। প্রাক্তন মুখ্যমন্ত্রীর অসুস্থতার খবর পেয়ে হাসরাতালে যান রাজ্যপালও।
সকলের একটাই প্রার্থনা। সুস্থ হয়ে বাড়ি ফিরুন প্রাক্তন বুদ্ধদেব ভট্টাচার্য।