Buddhadeb Bhattacharya Health Update: আজ হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য, থাকবেন বাড়িতে তৈরি আইসিইউ-তে
অ্যান্টিবায়োটিক বন্ধ করা হয়েছে, শরীরের সমস্ত প্যারামিটার স্বাভাবিক, খবর হাসপাতাল সূত্রে
![Buddhadeb Bhattacharya Health Update: আজ হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য, থাকবেন বাড়িতে তৈরি আইসিইউ-তে Buddhadeb Bhattacharya Health Update Former West Bengal CM Buddhadeb Bhattacharjee To Be Released Today Woodlands Hospital Buddhadeb Bhattacharya Health Update: আজ হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য, থাকবেন বাড়িতে তৈরি আইসিইউ-তে](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/12/15142109/web-945am-buddha-health-fup-jhilam-phono-still-131220.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: আজই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য। উডল্যান্ডস সূত্রে খবর, ইতিমধ্যেই খুলে ফেলা হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর শরীরে লাগানো সমস্ত চ্যানেল।
অ্যান্টিবায়োটিক বন্ধ করা হয়েছে। শরীরের সমস্ত প্যারামিটার স্বাভাবিক। হাসপাতাল সূত্রে খবর, ছাড়া পাওয়ার সময় বুদ্ধদেব ভট্টাচার্যর সঙ্গে যাবেন ক্রিটিক্যাল ও মেডিসিন বিশেষজ্ঞরা।
বাড়িতে তৈরি আইসিইউ-তেই আপাতত রাখা হবে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। চিকিৎসকরা জানিয়েছেন, আগের মতোই তাঁর বাই প্যাপে থাকার প্রয়োজন রয়েছে। সেই ব্যবস্থা বজায় থাকবে।
বুদ্ধবাবুর ক্যাথিটার ও ধমনীর চ্যানেল সোমবারই খুলে দেওয়া হয়। তবে তাঁকে ৩০ শতাংশ নন-ইনভেসিভ ভেন্টিলেটরে রয়েছে বলে সোমবার হাসপাতালের তরফে জানানো হয়।
উডল্যান্ডস হাসপাতালের চিকিৎসক কৌশিক চক্রবর্তী বলেন, আগামীকাল ছুটি দেওয়া হবে, শরীরের সমস্ত প্যারামিটার ঠিক আছে। বাড়িতে বাইপ্যাপ সাপোর্টের পরামর্শ।
হাসপাতাল সূত্রে খবর, এখন প্রাক্তন মুখ্যমন্ত্রীর আচ্ছন্ন ভাব নেই। তিনি ভাল ভাবেই কথা বলতেও পারছেন। ইতিমধ্যেই ৫ দিনের অ্যান্টিবায়োটিক কোর্সও শেষ হয়েছে।
বাড়িতে পড়াশোনা, লেখালেখির কাজ নিয়েই থাকেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। সেসব থেকে দূরে আর ভাল লাগছে না তাঁর। হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসকদের কাছে বাড়ি ফেরার ইচ্ছাপ্রকাশও করেছেন বুদ্ধদেব ভট্টাচার্য।
উডল্যান্ডস হাসপাতালের সিইও রুপালি বসু বলেন, বুদ্ধদেব ভট্টাচার্য সকালে কাগজ পড়েছেন, মুখে নরম খাবার খেয়েছেন, বাড়ি যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন তিনি।
৯ ডিসেম্বর শ্বাসকষ্ট নিয়ে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি হন বুদ্ধদেব ভট্টাচার্য। হাসপাতাল থেকে বাড়িতে গিয়েও, অত্যন্ত সাবধানে থাকতে হবে তাঁকে। পরিবারকে সেসব বিশদে বুঝিয়ে দেওয়া হয়েছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)