এক্সপ্লোর
নয়া কৌশলে রাজ্যে ফের সক্রিয় চিটফান্ড, রিপোর্ট নবান্নে

কলকাতা: হাজার হাজার আমানতকারীর কাছ থেকে প্রতিদিন কোটি কোটি টাকা তুলেছিল সারদার মতো অসংখ্য চিটফান্ড। কিন্তু সেই টাকা আজও ফেরত পাননি তাঁরা। সাধারণ মানুষগুলোর টাকা যাঁরা খেয়ে পেট ভরাল, সেই রাঘববোলায়রাই বা কোথায় ধরা পড়ল? আর এরই মধ্যেই প্রকাশ্যে প্রতারণার আরেক ফাঁদ! চিটফান্ডের প্রত্যাবর্তন। প্রতারণার পুরনো ফাঁদ, কৌশল নতুন। আর একথা বলছে খোদ নবান্নের রিপোর্ট। সম্প্রতি স্বরাষ্ট্র দফতরে একটি রিপোর্ট জমা পড়েছে। নবান্ন সূত্রে খবর, সেই রিপোর্টে দাবি করা হয়েছে, ফের রাজ্যজুড়ে প্রতারণার জাল ছড়াচ্ছে কিছু সংস্থা। সেই জাল ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে দুই ২৪ পরগনা, বর্ধমান, দুই মেদিনীপুর, কোচবিহারের মতো রাজ্যের বহু জায়গায়! তবে এবার প্রতারণার কৌশল একটু আলাদা। চিটফান্ডগুলি মূলত টাকা জমা রাখার বিনিময়ে সুদ-সহ মোটা অঙ্কের টাকা ফেরতের প্রতিশ্রুতি দিত। আর এখন প্রতারণার অস্ত্র টাকার বদলে টাকা নয়, টাকার বদলে পরিষেবা বা সম্পত্তি! ধরুন আপনি টাকা জমা রাখলেন, তার পরিবর্তে বলা হল, আপনাকে সোনা দেওয়া হবে! কোথাও আবার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, টাকার বদলে দেওয়া হবে সম্পত্তি! শুধু তাই নয়, অনেক সময় বলা হচ্ছে, আপনি সারাবছর টাকা জমান, বছর শেষে আপনাকে ঘুরতে নিয়ে যাওয়া হবে। সূত্রের খবর, রিপোর্টে দাবি করা হয়েছে এভাবে প্রলোভন দেখিয়ে বাজার থেকে বেআইনিভাবে টাকা তোলা হচ্ছে। ঠিক যেমনটা হয়েছিল সারদাকাণ্ডের সময়। এই রিপোর্ট পাওয়ার পরই নড়চড়ে বসেছে নবান্ন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও ক্রেতাসুরক্ষা সচিবকে নিয়ে তৈরি হয়েছে নজরদারি কমিটি। প্রতিটি জেলায় ডিএসপি পদ মর্যাদার একজন করে অফিসারকে নোডাল অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে। সেই সব নোডাল অফিসার রিপোর্ট পাঠাবেন নবান্নে। বিষয়টি নিয়ে রিজার্ভ ব্যাঙ্ক ও সেবির সঙ্গে যোগাযাগ করেছে নবান্ন। তৈরি হয়েছে কো-অর্ডিনেশন কমিটি। ৬ মাস অন্তর বৈঠকে বসবে তারা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















