পশ্চিমবঙ্গ এখন শিল্পোদ্যোগীদের গন্তব্য, নষ্ট হয় না শ্রমদিবস, বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রী

কলকাতা: ক্ষমতায় আসার পর থেকেই শিল্পায়নের লক্ষ্যে একাধিক পদক্ষেপ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য এবং ভিনরাজ্যে একাধিক শিল্প সম্মেলন করেছেন। বিদেশে গিয়েও লগ্নির আহ্বান জানাচ্ছেন বিনিয়োগকারীদের কাছে। এবার এশিয়ার ৬৫টি দেশের সংগঠন ‘হোরাসিস’ এর সম্মেলনে যোগ দিয়ে রাজ্যের শিল্পবান্ধব পরিবেশ তুলে ধরলেন মুখ্যমন্ত্রী। বিদেশি প্রতিনিধিদের কাছে আহ্বান জানালেন, লগ্নি করুন। বললেন, ভৌগলিক কারণেই এরাজ্যে বিনিয়োগে অনেক সুবিধে। শিল্পে বৃদ্ধির প্রশ্নে দেশের যে হার তার থেকে এগিয়ে রাজ্য। দেশের ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ ৫.৬% কিন্তু এরাজ্যে সেটা ৭.২৪%। আগামী কয়েক বছরে কলকাতা সহ এ রাজ্যের পরিকাঠামো উন্নয়নে ১৫০০ কোটি টাকা খরচ করা হবে। জমি নিয়েও বিনিয়োগকারীদের আশ্বস্ত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, আমাদের ল্যান্ড ব্যাংক আছে। জমি ব্যবহার নীতিও আছে। ম্যান-ডেজ লস শূন্য। শ্রমিকদের সঙ্গে আমাদের সুসম্পর্ক রয়েছে। নষ্ট হয় না শ্রমদিবস। এই প্রথম ভারতে বৈঠক করল ‘হোরাসিস’ এশিয়া। বৈঠকে সবচেয়ে বড় প্রতিনিধি দল নিয়ে আসে জাপান।






















