এক্সপ্লোর
Advertisement
কলকাতায় করোনার নতুন স্ট্রেন, আজ জরুরি বৈঠকে স্বাস্থ্য দফতর
দিন দশেক আগে ব্রিটেন থেকে কলকাতায় ফেরেন ওই তরুণ। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, তিনি ও বিমানে তাঁর সহযাত্রী সহ মোট ৭ জনের নমুনা পাঠানো হয় কল্যাণীর ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়ো মেডিক্যাল জেনোমিক্সে।
কলকাতা: করোনা ভাইরাসের নতুন ধরন নিয়ে আতঙ্ক বাড়ছেই। সেই ভয় এবার ঢুকে পড়ল মহানগরীতেও। বর্ষবরণের আনন্দের রাত আসার আগেই ভয় ছড়াল করোনার নতুন স্ট্রেন নিয়ে।
কলকাতায় মিলল নতুন করোনা স্ট্রেনে সংক্রমিতের হদিশ। সন্ধান মিলতেই আজ জরুরি বৈঠকে বসছেন স্বাস্থ্য দফতরের কর্তারা। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, গতকাল স্বাস্থ্য মন্ত্রকের তরফে বিষয়টি জানানো হয়। ব্রিটেন ফেরত তরুণ ভর্তি রয়েছেন কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে।
দিন দশেক আগে ব্রিটেন থেকে কলকাতায় ফেরেন ওই তরুণ। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, তিনি ও বিমানে তাঁর সহযাত্রী সহ মোট ৭ জনের নমুনা পাঠানো হয় কল্যাণীর ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়ো মেডিক্যাল জেনোমিক্সে। ৬ জনের ফল নেগেটিভ আসে। একজনের পরীক্ষা রিপোর্ট নিয়ে সংশয় তৈরি হওয়ায়, তা পাঠানো হয় দিল্লির ন্যাশনাল সেন্টার ফর ডিজিজে। আপাতত কলকাতা মেডিক্যালে আইসোলেশনে রয়েছেন ওই তরুণ।
স্বাস্থ্য দফতর সূত্রে খবর, তরুণের সহযাত্রী, ওই বিমানের কর্মীরা ছাড়াও যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন, তাদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির চেষ্টা চলছে। সেই তালিকা স্বাস্থ্য মন্ত্রকেও পাঠানো হবে। সবাইকেই রাখা হবে আইসোলেশনে। জানালেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম।
অন্যদিকে করোনার নতুন স্ট্রেন নিয়ে অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিলেন ডা. কুণাল সরকার। তিনি বললেন, সাবধাণতার প্রয়োজন আছে, কিন্তু এখনও এই নতুন স্ট্রেন আদৌ কতটা ক্ষতি করতে পারে, সমস্যা বাড়াতে পারে তা জানা দরকার। তাঁর কথায়, ''ভাইরাসও রাজনৈতিক নেতাদের মতোই দলবদল-ভোলবদল করে থাকে। এর মধ্যে ২০ হাজার মিউটেশন হয়েছে করোনা ভাইরাসের। এক বছর আগে চিনের উহানে যে ভাইরাসের হদিশ মেলে, তা এখন আর বিশ্বের কোথাও নেই। ''
পাশাপাশি, এখনও পর্যন্ত দেশে ২০ জনের শরীরে মিলেছে করোনার নতুন স্ট্রেন। কলকাতাতেও একজন সংক্রমিত হয়েছেন বলে জানা গিয়েছে। এছাড়াও, দিল্লিতে ৯, বেঙ্গালুরুতে ৭, হায়দরাবাদে ২ এবং পুণের ল্যাবে একজনের শরীরে করোনার নতুন স্ট্রেনের হদিশ মিলেছে। অন্ধ্রপ্রদেশের বাসিন্দা, ব্রিটেন ফেরত এক মহিলার শরীরে মিলেছে করোনার নতুন স্ট্রেন। প্রশাসন সূত্রে খবর, দিল্লি পৌঁছে আইসোলেশন সেন্টার থেকে পালিয়ে স্পেশাল ট্রেনে অন্ধ্রে পৌঁছন ওই মহিলা। তবে তাঁর ছেলের শরীরে সংক্রমণ মেলেনি। পাশাপাশি, উত্তরপ্রদেশের মেরঠে, ব্রিটেন ফেরত ২ বছরের শিশুর শরীরেও করোনার নতুন স্ট্রেন মিলেছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
পুজো পরব
খবর
জেলার
জেলার
Advertisement