আলিবাবা আর চার মিলে দেশ চালাচ্ছে, মোদীকে কটাক্ষ মমতার
কলকাতা: নরেন্দ্র মোদীর একদিনও ক্ষমতায় থাকার নৈতিক অধিকার নেই। ফের সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীকে উৎখাতের স্লোগানকে হাতিয়ার করে ১ থেকে ৮ জানুয়ারি, রাজ্য জুড়ে আন্দোলনে তৃণমূল। বৃহস্পতিবার তৃণমূলনেত্রী ঘোষণা করেন নতুন বছরের শুরুতেই, মোদী-বিরোধী আন্দোলন আরও জোরদার করতে পথে নামছে দল। মমতা বলেন, ‘মোদী হঠাও দেশ বাঁচাও’ - এই স্লোগানকে সঙ্গে নিয়ে ১-৮ জানুয়ারি বুথে বুথে ব্লকে ব্লকে মিটিং-মিছিল চলবে। বৃহস্পতিবার, তৃণমূল ভবনে দলের কোর কমিটির বৈঠকে দলীয় সাংসদ, বিধায়ক, মন্ত্রী, জেলা সভাপতি, শাখা সংগঠনের প্রধান-সহ প্রায় দেড় হাজার প্রতিনিধি উপস্থিত ছিলেন। সেখানে আগামী দিনে মোদী বিরোধী আন্দোলনকে কীভাবে আরও তীব্রতর করা হবে তার দিক নির্দেশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলনেত্রীর তোপ, সংসদে সংখ্যাগরিষ্ঠতা থাকলেও নোট বাতিলের জেরে বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন প্রধানমন্ত্রী। আলিবাবা অ্যান্ড ফোর দেশ চালাচ্ছে। মোদীর হাতে দেশ নিরাপদ নয়। মোদীর একদিনও ক্ষমতায় থাকার অধিকার নেই। নোট বাতিল নিয়ে কেন সংসদে সরকার কোনও বিবৃতি সরকার পেশ করল না, সেই প্রশ্নও তুলেছেন তৃণমূলনেত্রী। বলেছেন, আয়কর বিল পাস করাচ্ছে কিন্তু সংসদে নোট বাতিল নিয়ে একটাও বিবৃতি দিল না। এটা সংবিধান বিরোধী। বড় ঘাপলা। এ নিয়ে রাষ্ট্রপতিকে চিঠি লিখব। তৃণমূলনেত্রীর দাবি, আসল যারা কালো তাদের জন্য মোদি-বিজেপি খুব ভাল। বিদেশ থেকে তো টাকা আনতে পারেইনি উল্টে চলে গিয়েছে। যাদের কালোটাকা রয়েছে তাদের ছোয়নি। এত বড় কেলেঙ্কারি কোনও দিন হয়নি। ১০ কোটি মানুষ চাকরি হারিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও দাবি, সোনা, জরি, নির্মাণ শিল্পে কাজ করতে যাঁরা বাংলা ছেড়ে ভিন রাজ্যে গিয়েছিলেন, তাঁদের অনেকেই নোট বাতিলের জেরে রুজিরুটি হারিয়েছেন। এ নিয়ে একটি রিপোর্ট তৈরি করতে বলা হয়েছে সাংসদ সুখেন্দুশেখর রায়কে। পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি হলে তা পাঠানো হবে রাষ্ট্রপতির কাছে।