এক্সপ্লোর
Advertisement
ডেঙ্গির মশা রাতেও কামড়ায়, ধোঁয়া- ব্লিচিং পাউডার দিয়ে তাড়ানো যায় না, দাবি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের
কলকাতা: শুধু দিনে নয়, ডেঙ্গির মশা রাতেও কামড়ায়। এমনটাই মত বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক গৌতম চন্দ্রের, যিনি দীর্ঘ দিন ধরে মশা নিয়ে গবেষণা করছেন।
এতদিন অবধি শোনা গিয়েছে ডেঙ্গির মশা দিনেই কামড়ায়। এমনটাই ধারণা অনেকের। কিন্তু, এই তত্ত্ব মানতে নারাজ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের জু লজি বিভাগের অধ্যাপক গৌতম চন্দ্রের। ৩০ বছর ধরে মশা নিয়ে গবেষণা করা এই অধ্যাপকের দাবি, ডেঙ্গির মশা শুধু দিনে নয়, রাতেও কামড়ায়। সকাল সাতটা থেকে বেলা দশটা এবং বিকেল তিনটে থেকে সন্ধে ছটা অবধি সবচেয়ে সক্রিয় থাকে এই মশা। কিন্তু তারপর রাত দশটা পর্যন্তও কামড়াতে পারে ডেঙ্গির মশা। এমনকি রাতে যদি কেউ আলো জ্বালিয়ে রাখেন, তাহলে ডেঙ্গির মশা একই ভাবে কামড়ায়, যেভাবে দিনের বেলা কামড়ায়।
ডেঙ্গি মোকাবিলায় কোথাও কোথাও ছড়ানো হচ্ছে ব্লিচিং পাউডার, অনেক জায়গায় আবার রাস্তায় রাস্তায় দেওয়া হচ্ছে মশা মারার ধোঁয়া।
এপ্রসঙ্গে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গৌতম চন্দ্র মনে করেন, ব্লিচিং পাউডার দিয়ে মোটেই মশা তাড়ানো সম্ভব নয়। ধোঁয়া দিতে হলে নির্দিষ্ট পদ্ধতি মেনে তবেই মশা মারার ধোঁয়া ছড়ানো উচিত। না হলে হিতে বিপরীত ফল হতে পারে। ফাঁকা জায়গা, খোলা মাঠে ধোঁয়া দিলে, মশারা আরও বেশি করে ঘরের ভেতর ঢুকে পড়ে। সেইজন্যে বাড়ির মিটার ঘর যেখানে থাকে, অন্ধকার কোনও জায়গাতেই মশা মারার ধোঁয়া দেওয়া প্রয়োজন। যেখানে দিনের বেলা ডেঙ্গি মশাগুলো বিশ্রাম নেয়।
অনেকের ধারণা, যাঁদের ঘাম বেশি হয়, যাঁরা ফাস্ট ফুড বেশি খান তাঁদেরই বেশি করে নিশানা করে ডেঙ্গির মশা। এই তত্ত্বও মানতে রাজি নন অধ্যাপক গৌতম চন্দ্র। তাঁর দাবি, ঘামের মধ্যে একধরনের রাসায়নিক থাকে, যেটা ডেঙ্গির মশাকে টানে, কিন্তু তার মানে এই নয় যাঁরা ঘামেন না তাঁদের মশা কামড়াবে না। ফাস্টফুডের সঙ্গেও ডেঙ্গির মশার কোনও সম্পর্ক নেই।
অধ্যাপক গৌতম চন্দ্রের মতে, ডেঙ্গির মশা ১০০ থেকে ১৫০ মিটার দূরত্বে উড়ে যেতে পারে। উড়তে পারে ৪০ ফুট উচ্চতা পর্যন্ত। এক পাড়ার মশা অন্য পাড়ায় যেতে পারে না। সবাইকে সচেতন হতে হবে, নিজেদের সচেতন হতে হবে, পরিষ্কার পরিচ্ছন রাখতে হবে এবং থাকতে হবে। ডাবের খোলা, আইসক্রিমের কাপ, টায়ারের জল জমতে দেওয়া যাবে না। এই সমস্ত জিনিস নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে। মূলত ডেঙ্গির মশা ছোট ছোট পাত্রে জন্মায়, গভীর জল, যার তল পাওয়া সম্ভব নয়, সেখানে ডেঙ্গির মশা হয় না। সেই জন্যে পরিস্কার পুকুরের জলে ডেঙ্গির মশা হওয়া সম্ভব নয়। ধান-জমিতে জাপানিস এনসেফালাইটিসের মশার জন্ম হয়।
ডেঙ্গি মোকাবিলায় কী কী করতে হবে তা নিয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তরফে একটি লিফলেট তৈরি করা হয়েছে। বিলি করা হয়েছে বিভিন্ন এলাকায়। অধ্যাপক গৌতম চন্দ্রের মতে, ডেঙ্গি মোকাবিলায় সচেতনতা বাড়লেন সমস্যার সমাধান সম্ভব। সেই জন্যে ক্লাব স্তর থেকে কাজ শুরু করা সম্ভব।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement