Bangladesh News: অবশেষে মানল বাংলাদেশ সরকার ! 'সংখ্যালঘুদের টার্গেট করে হিংসা হয়েছে..'
Bangladesh Violence : ইউনূস সরকারের প্রেস সচিবের দেওয়া সাম্প্রতিক তথ্যে বড় চমক...
নয়াদিল্লি: ইউনূস সরকারের (Muhammad Yunus Government) প্রেস সচিবের দেওয়া সাম্প্রতিক তথ্যে বড় চমক। সংখ্যালঘুদের টার্গেট করে হিংসা হয়েছে, মানল বাংলাদেশ সরকার।
'এই সব ঘটনায় ৭০ জনকে গ্রেফতার করা হয়েছে, ৮৮টি মামলা দায়ের হয়েছে',হিন্দু ভয়েস এক্স হ্যান্ডল পোস্টে প্রেস সচিব শফিকুল আলমের বক্তব্যের উল্লেখ। যদিও এই সমস্ত হিংসার মামলা গত অক্টোবর পর্যন্ত বলে জানিয়েছেন প্রেস সচিব। নভেম্বর জুড়ে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায় সন্ত্রাসের এখনও কোনও হিসাব নেই ইউনূস সরকারের কাছে! অথচ সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে নতুন নতুন মামলায় জড়াতে অতি তৎপরতা ইউনূস সরকারের।হিংসাকাণ্ডে গ্রেফতারের সংখ্যা আরও বাড়বে, আশ্বাস ইউনূস সরকারের প্রেস সচিবের। সুনামগঞ্জ, চট্টগ্রাম, ঢাকার তুরাগ থানা. নরসিং এলাকায় কিছু হিংসার ঘটনা ঘটেছে বলে জানালেন শফিকুল আলম।ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর চাপে পড়ে হামলার কথা স্বীকার বাংলাদেশের? উঠছে প্রশ্ন।
প্রসঙ্গত, চিন্ময়কৃষ্ণ দাসের বিরুদ্ধে দায়ের হয়েছে নতুন মামলা। ধৃত সন্ন্যাসী-সহ ১৬৪ জনের বিরুদ্ধে নতুন করে চট্টগ্রাম আদালতে মামলা করেন এক ব্যবসায়ী। চিন্ময়কৃষ্ণের অনুগামীদের বিরুদ্ধে মারধর ও গাড়ি ভাঙচুরের অভিযোগ তুলেছেন তিনি। প্রায় ২ সপ্তাহ জেলবন্দি রয়েছেন সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস। গ্রেফতার করা হয়েছে, তাঁর সচিব-সহ কয়েকজনকে। তাঁর আইনজীবীর উপর বর্বর হামলা চালিয়েছে মৌলবাদীরা। প্রকাশ্যে হুমকি দেওয়ায়, ধৃতের হয়ে আর দাঁড়াননি কোনও আইনজীবী। ফলে জানুয়ারির আগে চিন্ময়কৃষ্ণের জেলমুক্তিরও কোনও সম্ভাবনা নেই। আর এই প্রেক্ষাপটেই, চিন্ময়কৃষ্ণ দাস-সহ ১৬৪ জনের বিরুদ্ধে নতুন করে চট্টগ্রাম আদালতে মামলা করলেন এক ব্যবসায়ী।
অন্যদিকে, তাঁর মুক্তির দাবিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে চিঠি লিখল রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন।কলকাতা ইসকন ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস বলেন, 'গোটা বিষয়টি খুব দুর্ভাগ্যজনক। আমরা দেখছি যাঁরা, যাঁরা চিন্ময়কৃষ্ণ দাসের সঙ্গে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন তাঁদের সবার বিরুদ্ধে এই রকম মামলা করা হচ্ছে। ৭০ জন যে আইনজীবী এসেছিলেন, আমি শুনেছি তাঁদের বিরুদ্ধেও মামলা করা হয়েছে, মারধর করা হয়েছে, তাঁদের চেম্বার ভেঙে দেওয়া হয়েছে। এটাই মনে হচ্ছে, সব জড়িয়ে রেখে, ওঁকে (চিন্ময়কৃষ্ণকে) জেলে বন্দি করে রাখার চেষ্টা চলছে।'
আরও পড়ুন, পাহাড়ে উর্ধ্বমুখী পেট্রোলের দর, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে জ্বালানি ভরাতে কত ?
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।