এক্সপ্লোর
জুতোর সোলের ভেতর লুকনো চার লক্ষের জাল নোট, অভিযুক্তকে গ্রেফতার করল কলকাতা এসটিএফ
![জুতোর সোলের ভেতর লুকনো চার লক্ষের জাল নোট, অভিযুক্তকে গ্রেফতার করল কলকাতা এসটিএফ fake notes found in shoe soles, man arrested জুতোর সোলের ভেতর লুকনো চার লক্ষের জাল নোট, অভিযুক্তকে গ্রেফতার করল কলকাতা এসটিএফ](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/08/23163451/2000-notes.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: জুতোর সোলের ভেতর চার লক্ষ টাকার জাল নোট লুকিয়ে রাখার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বেনিয়াপুকুর থেকে ওয়াসিম আক্রম নামের এক ব্যক্তিকে আটক করে জেরা করে কলকাতা পুলিশের এসটিএফ। জেরার সময়ই পুলিশ ওয়াসিমের ব্যাগটি তল্লাশি করে দেখে। অদ্ভূতভাবে ব্যাগের মধ্যে থেকে তিন জোড়া স্নিকারস উদ্ধার করে পুলিশ। ব্যাগের মধ্যে স্নিকারস দেখেই সন্দেহ জাগে পুলিশের মনে। তারপরই এক সূত্রের তরফে পুলিশ জানতে পারে ওই স্নিকারসগুলোর মধ্যে দুটি পরে একটু অস্বস্তিকর ভাবেই হাঁটছিল ওয়াসিম নামের ওই ব্যক্তি। তখনই স্নিকারসগুলোর তল্লাশি করে চার লক্ষ টাকার জাল নোট উদ্ধার করে পুলিশ।
প্রতিটি জাল নোটই দু হাজারের। প্রতিটি নোটই জুতোর সোলের ভেতর লুকনো ছিল। এমনকি যে জুতোটা ওয়াসিম পরেছিলেন সেটার ভিতরেও লুকনো ছিল জাল নোট। জেরায় ওয়াসিম জানিয়েছে, নোটগুলো তার মুম্বইয়ে নিয়ে যাওয়ার কথা ছিল। ওয়াসিম, আদতে মালদার বৈষ্ণবনগরের বাসিন্দা। অভিযুক্ত ব্যক্তির সঙ্গে জাল নোট চক্রের কোনও যোগ আছে কিনা, সেটা খতিয়ে দেখছে পুলিশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)