এক্সপ্লোর
প্রিন্সেপ ঘাটে আগুন, বিস্ফোরণে ভস্মীভূত নৌসেনার স্পিড বোট

কলকাতা: কলকাতায় ফোর্ট উইলিয়ামের কাছে সাতসকালে গঙ্গাবক্ষে নৌসেনার স্পিড বোটে আগুন, বিস্ফোরণ। ঘড়ির কাঁটায় তখন সকাল সাড়ে ৭টা.... ফোর্ট উইলিয়ামের পশ্চিম দিকে প্রিন্সেপ ঘাটের কাছে গঙ্গায় নোঙর করা ছিল বোটটি। প্রত্যক্ষদর্শীদের দাবি, হঠাত্ই বোটটিতে আগুন লেগে বিস্ফোরণ হয়। সাতসকালে বিস্ফোরণেরর শব্দে কেঁপে ওঠে চারপাশ। নিমেষে ভস্মীভূত হয়ে যায় বোটটি। ঘটনাস্থলে যায় দমকলের ২টি। গঙ্গায় টহলদারির জন্য একটি বেসরকারি সংস্থার কাছ থেকে স্পিড বোটটি ভাড়া নিয়েছিল নৌসেনা। মঙ্গলবার সকালে রোজকার মতো বোটে রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন বেসরকারি সংস্থার কর্মীরা। সেই সময়েই আগুন-বিস্ফোরণ। জখম হন ওই দুই কর্মী। কিন্তু, কীভাবে আগুন লাগল স্পিড বোটে? প্রাথমিক তদন্তে নৌসেনার অনুমান, কোনও ভাবে বোটের জ্বালানি ট্যাঙ্কে আগুন লেগে যায় এবং তা থেকেই বিস্ফোরণ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















