এক্সপ্লোর
Advertisement
ক্যানসার মোকাবিলায় অর্থ সংগ্রহ করতে র্যাম্পওয়াক সৌরভের
কলকাতা: ক্যানসার মোকাবিলার জন্য তহবিল সংগ্রহ করতে এবার র্যাম্পওয়াক করতে দেখা যাবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে।
সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, একটি বেসরকারি হাসপাতালের ক্যানসার বিভাগের সম্প্রসারণের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ককে যেমন র্যাম্পে হাঁটতে দেখা যাবে, তেমনই নিজের ক্রিকেট-সরঞ্জাম নিলাম করে সংগৃহীত অর্থ হাসপাতালকে দান করবেন বলেও জানা গিয়েছে।
শুক্রবার শহরের একটি পাঁচতারা হোটেলে ওই অনুষ্ঠান হবে, যার নাম রাখা হয়েছে, ‘দাদার সঙ্গে দিল সে দিজিয়ে’। এই প্রসঙ্গে হাসপাতালের ডিরেক্টর গীতা গোপালকৃষ্ণণ সৌরভের ভূয়সী প্রশংসা করে জানান, অর্থ সংগ্রহের জন্য সৌরভ নিজের খেলার সরঞ্জাম দান করেছেন। অনুষ্ঠানকে আকর্ষণীয় করে তুলতে একটি কৃত্রিম ক্রিকেট মাঠ তৈরি করা হবে। সেখানে ফ্যাশন শো হবে।
একসময়ের সতীর্থ যুবরাজ সিংহের লড়াইয়ের কথা স্মরণ করে সৌরভ জানান, যুবি যে ওই যন্ত্রণা থেকে ফিরে এখনও ক্রিকেট খেলছে, তার জন্য তিনি ভীষণই খুশি। সৌরভ স্বীকার করেন, যুবরাজের প্রত্যাবর্তন ঘটতে পারে, এমনটা তিনিও বিশ্বাস করতে পারেননি। কিন্তু, নিজের অদম্য মানসিক দৃঢ়তার পরিচয় দিয়ে যুবরাজ সিংহ সেটাই প্রমাণ করে দেখিয়েছেন।
পাশাপাশি, ক্যানসারের মতো মারণ-রোগ নিরাময়ে হাসপাতালের এই উদ্যোগকেও সাধুবাদ জানান সৌরভ। বলেন, এর ফলে বহু মানুষের উপকার হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement