এক্সপ্লোর
Advertisement
'হৃদয়ে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ স্থান', রাজ্যকে টাটার বিনিয়োগ-বার্তা? জল্পনা
কলকাতা: বিরোধী দল থাকার সময় তৃণমূলের আন্দোলনের জেরে রাজ্য ছাড়তে হয়েছিল টাটা গোষ্ঠীকে। সেই টাটাই কি এবার ফের বাংলায় বিনিয়োগের কথা ভাবছে? এই জল্পনা উস্কে দিলেন খোদ টাটা গোষ্ঠীর চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি।
বুধবার, কলকাতায় টাটা টি-এর বার্ষিক সাধারণ সভা হয়। সেখানে এক শেয়ার হোল্ডার সাইরাসের উদ্দেশে বলেন, এ রাজ্যে টাটাদের নতুন করে বিনিয়োগ না করার পিছনে অনেকে রাজনৈতিক সমীকরণকে দায়ী করেন।
চাণক্য বলেছিলেন, রাজনীতি এবং বাণিজ্য, দুটি পৃথক সত্ত্বা হওয়া উচিত। আপনার এ বিষয়ে কী মত?
টাটা গোষ্ঠীর চেয়ারম্যান জবাবে বলেন, টাটা গোষ্ঠী অরাজনৈতিক সংস্থা। আমরা রাজনীতিতে অংশ নিই না। আমাদের হৃদয়ে এবং ইতিহাসে পশ্চিমবঙ্গের এক বিশেষ স্থান রয়েছে। উন্নয়নের সম্ভাবনা রয়েছে, এভাবেই আমরা পশ্চিমবঙ্গকে সবসময় দেখব। আমার মনে হয়, সম্ভাবনা এমন হতে হবে যা দেখা যায়। যখন সম্ভাবনা দেখা যাবে, তখন রাজনৈতিক পরিবেশ যাই হোক না কেন, আমরা বিনিয়োগের সিদ্ধান্ত নেব।
পর্যবেক্ষকদের একাংশের মতে, টাটা গোষ্ঠীর কর্ণধারের এ দিনের মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তাহলে কি সিঙ্গুর পর্বের তিক্ত অভিজ্ঞতা ভুলে গিয়ে, শিল্পবান্ধব পরিস্থিতি পেলে পশ্চিমবঙ্গে বিনিয়োগের কথা ভাবতে পারে টাটা গোষ্ঠী?
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement