এক্সপ্লোর
আপনার আজকের দিনটি কেমন

মেষ আজ নতুন বাসস্থান কেনার জন্য শুভ যোগ। পরিবারে অযথা কথা না বলাই ভাল, দাম্পত্য কলহ বাধতে পারে। ব্যবসায় অর্থ লাভ। কর্মক্ষেত্রে যশ বৃদ্ধির আশা। বৃষ প্রিয়জনের সান্নিধ্যে থাকায় শান্তি লাভ। কর্মস্থানে খুব বুঝে চলুন কোনও কারণে চিন্তার উৎপত্তি। মায়ের শরীরের দিকে নজর দিন স্বাস্থ্যহানির আশঙ্কা। অতিরিক্ত পরিশ্রমের ফলে দুর্বলতা।
মিথুন
নিজের কর্মদক্ষতায় কর্মক্ষেত্রে সবার মন জয়। দায়িত্ব পালন ঠিক মতো না করায় পরিবারে অশান্তি। মহিলা সংক্রান্ত ঝঞ্ঝাট। সন্তানদের ভাল কাজের জন্য মনে আনন্দের সৃষ্টি।
কর্কট
মিষ্টি কথায় কর্মক্ষেত্রে সহ কর্মীদের মন জয়। কোনও কিছু হাতে পাওয়ার ক্ষেত্রে বিলম্ব। জল পথে না যাওয়াই শ্রেয়, বিপদের আশঙ্কা। আলস্যতার ফলে শুভ যোগ হাতছাড়া।
সিংহ
অনেকদিনের আটকে থাকা সম্পত্তির প্রাপ্তি যোগ। শত্রুরা আপনার কাছে হার মানতে পারে। চিকিৎসার কাজের জন্য আজ সারা দিন অস্থিরতায় কাটবে। উচ্চ শিক্ষার যোগ দেখা যাচ্ছে।
কন্যা
আজ আপনার নতুন কোনও যোগাযোগ আসতে পারে। যারা হস্তশিল্পের সঙ্গে যুক্ত তাদের বিশেষ শুভ যোগ। ঠগ বা চুরির ব্যাপারে বাড়িতে বাড়তি সতর্কতা। জ্বর-জ্বালায় ভোগান্তি।
তুলা
ব্যবসায় খুব সতর্ক হন, কোনও অনিষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। ছেলে-মেয়েদের কাজের মনে আনন্দের সৃষ্টি। অপ্রিয় সত্যি কথায় শত্রু বৃদ্ধির সংকেত। লক্ষ্যে স্থির থেকে কাজ করা দরকার।
বৃশ্চিক
অযথা কথা না বলাই শ্রেয়, বন্ধু-বিচ্ছেদ হতে পারে। রাস্তায় অতিরিক্ত সাবধানতা অবলম্বন করুন, বিপদের সম্ভাবনা রয়েছে। বাড়িতে অতিথি সমাগম। মাথা যন্ত্রণায় বা টনসিলের সমস্যা ভোগাবে।
ধনু
অংশীদারের কূট-চাল সত্ত্বেও ব্যবসায় কার্যোদ্ধার বা অগ্রগতি। দূরদেশ থেকে বন্ধুর সমাগম হতে পারে। পৈতৃক সম্পত্তি বা শ্বশুরকূল থেকে কিছু সম্পত্তি লাভ। দাম্পত্য কলহ থেকে মুক্তি।
মকর
নতুন কোনও কর্ম আরাম্ভ করার জন্য বিশেষ শুভ যোগ। নিজের ভুল কাজের জন্য মনে ভয়ের সঞ্চার। ব্যবসায় অলসতায় পতনের ভীতি। নৃত্য বা সঙ্গীত শিল্পীদের অগ্রগতির সংকেত।
কুম্ভ
কর্মসূত্রে ভ্রমণ হতে পারে। রাজনৈতিক কাজে সফলতা বা অগ্রগতি। দাম্পত্য জীবনে শান্তি ও সংসারে শ্রীবৃদ্ধি। জ্যোতিষ ও বেদ পুরাণের চর্চায় থাকলে অগ্রগতি। হৃদরোগে কষ্ট।
মীন
দীর্ঘদিন ধরে বেকার থাকা ব্যক্তিদের চাকুরির যোগ। সংসারে নিজের ব্যবহারে লাঞ্ছনা ভোগ। প্রেমিক-প্রেমিকাদের জন্য দিনটি বিশেষ উপযুক্ত। শেয়ারে বাড়তি লগ্নি না করাই ভাল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















