এক্সপ্লোর
Advertisement
আপনার সাপ্তাহিক রাশিফল দেখুন একঝলকে
মেষ
নতুন কোনও কাজে আপনি যুক্ত হতে পারেন। সপ্তাহের প্রথম দিকটা খুভ শুভ যাবে না। ব্যবসার জন্য ভাল ফল পেতে পারেন। পড়ে থাকা কাজগুলো সেরে ফেলুন। মধ্য ভাগে স্বামী-স্ত্রীর মধ্যে সন্তান নিয়ে আনন্দ বাড়তে পারে। তবে প্রেমের বিষয়ে গুরুজনের ভালবাসা নাও পেতে পারেন। কোনও কিছুতে অর্থ বিনিয়োগ করার আগে ভাল করে চিন্তা করুন। এ সপ্তাহে দূরে কোথাও না যাওয়া ভাল হবে। শেষের দিকে একটু শান্তি। গরিবকে কিছু দান করুন।
বৃষ
এ সপ্তাহে আলাদা কোনও ব্যবসা শুরু করতে পারেন। পরিবেশ আপনার অনুকূলে থাকবে। শত্রুর সঙ্গে দাপট নিয়ে কথা বলুন। প্রয়োজনীয় কাজ অন্য কাউকে দিয়ে করাবেন না। সব কাজ শেষ করে দূরে কোথাও যাওয়ার সম্ভাবনা। অন্য কোনও ব্যক্তির কথা বুঝতে না পারার জন্য কোনও ক্ষতি হতে পারে। আটকে থাকা কোনও কাজ খুব ভাল ভাবে হবে। বন্ধুর দ্বারা উপকার পেতে পারেন। শরীর ও বিবাহিত জীবন খুব খারাপ হবে না। রুপো দান করুন।
মিথুন
সপ্তাহের প্রথম থেকে অন্যের কোনও কাজে ব্যস্ত হতে হবে। পরিবেশ অনুকূল হলেও শত্রু ভয় কাজ করবে। কাউকে কথা দেবেন না পূরণ নাও হতে পারে। প্রেমের ব্যাপারে সাবধান থাকুন। ছোট কোনও বিষয়ে অন্য কারও সাহায্য নিতে লজ্জা করবেন না। অচেনা লোকের সঙ্গে বুঝে চলুন। আইনি কোনও কাজ ভাল হবে। তুচ্ছ কারণে বাড়িতে ভুল বোঝাবুঝি। কর্মস্থানে কোনও ক্রেতার সঙ্গে বিবাদ, পড়াশোনাতে ফল ভাল হবে। সাদা রঙের গরুকে খাবার দিন।
কর্কট
সপ্তাহের প্রথম দিকে শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে। গুরুজন নিয়ে চিন্তা বাড়তে পারে। প্রিয়জনের কাছ থেকে কিছু প্রাপ্তি। কোনও কাজ অর্থ অভাবে আটকে যেতে পারে। সন্তানের জন্য উদ্বেগ বাড়তে পারে। কোনও জটিল পরিবেশে বিবাদ বাড়াতে পারে। কোনও দরকারি কাজ না করার জন্য উচ্চপদস্থ ব্যক্তির কাছে অপমান। মধ্য ভাগে বুদ্ধি ও শ্রম দিয়ে কাজ করতে হবে। প্রেমে বিবাদ। ব্যবসায় ভাল হবে না। সকালে কাককে খাবার দিন।
সিংহ
এ সপ্তাহে কোনও ভাল ব্যক্তি হিসাবে সুনাম পেতে পারেন। শরীর ভাল-মন্দ মিশিয়ে যাবে। প্রিয়জনের সঙ্গে বনিবনার সম্ভাবনা কম। বাড়িতে বা বাড়ির বাইরে পরিবেশ সঙ্গে দেবে না। পড়াশোনাতে মধ্যম প্রকার যাবে। উচ্চপদস্থ ব্যক্তির কাছে খুব বুঝে উত্তর দিন। মধ্য ভাগে খুব জোর বাধা আসতে পারে, অতিক্রম করবার সাহস রাখুন। পরিবারে সকলের মন না পাওয়ার জন্য যন্ত্রণা। স্ত্রী-র সঙ্গে বিবাদে যাবেন না। ডাক্তারের জন্য বাড়তি খরচ হতে পারে। ঠান্ডা ফল দান করুন।
কন্যা
কোনও ফাটকা কাজে এ সপ্তাহে যোগ না করা ভাল হবে। অপরের শরীর দেখতে গিয়ে নিজের শরীর বিপন্ন। বিদ্যার জন্য একটু কষ্ট পেতে হবে। কোনও কাজ বহু জন মিলে করলে তার সাফল্য লাভ। মধ্য ভাগে কোনও বিবাদ মিটে যেতে পারে। বাড়িতে অশান্তি, সকলে মিলে আলোচনা করুন। বিবাহিত জীবনে সন্তান সুখ আসতে পারে। অংশীদারি ব্যবসার দিকে নজর দিন। বাড়িতে অতিথির সঙ্গে বুঝে চলুন। পূজা পাঠে আনন্দ। গীতা পাঠ করুন।
তুলা
এ সপ্তাহে কোনও অবিচার আপনার উপর হতে পারে। স্ত্রী-র শরীর নিয়ে চিন্তা ও খরচ বৃদ্ধি। প্রথমে সব কাজে বাধা পড়লেও পরে ঠিক হবে। অপর কাউকে কাজের দায়িত্ব দিয়ে শান্তি পাবেন না। সহকর্মীরা আপনার সঙ্গে ভাল ব্যবহার করবে। দরকারি কাজের জন্য সময় কম। কোনও অর্থ সংক্রান্ত ব্যাপারে অশান্তি। সন্তান নিয়ে চাপ বাড়তে পারে। সপ্তাহটি প্রেমের জন্য খুব ভাল। বাড়িতে সময় না দেওয়ার জন্য অশান্তি বাড়তে পারে। নারায়ণ পূজা বাড়িতে দিন।
বৃশ্চিক
শরীর খারাপ হলেও খুব তাড়াতাড়ি সুস্থ হতে পারবেন, অর্থ নিয়ে চিন্তা কিছুটা কমতে পারে। সপ্তাহের প্রথমে কোনও আত্মীয় নিয়ে বিবাদ বাড়তে পারে। মাথা ঠান্ডা রেখে কাজ করুন। বড় সমস্যা বাঁধতে পারে। কোনও তর্ক সমাধান হবে না। গুরুজনের জন্য চিন্তার কারণ হতে পারে। দূরে থাকা কোনও বন্ধুর জন্য মন খারাপ। কোনও গোপন কাজে যোগ না দেওয়ার জন্য অশান্তি বাড়তে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদ বাড়তে পারে, সীসা জলে দান করুন।
ধনু
এ সপ্তাহের অচেনা কোনও লোকের সাহায্য পেতে পারেন। প্রথম দিকটা খুব শুভ কাটবে। দূরের কোনও খবরের জন্য সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। নিজের কোনও পরিকল্পনা বাস্তবে রূপ দিতে পারবেন। কর্মস্থানে ভাল কাজের জন্য কোনও উপহার পেতে পারেন। প্রতি দিনের কাজগুলো করতে একটু গাফিলতি। বাবার সম্পত্তি নিয়ে আলোচনা। ব্যবসার জন্য কোনও সম্পত্তি কেনার সময়। মামলার সুফল পেতে পারেন। ভ্রমণ ভাল হবে। হলুদ রুমাল ব্যবহার করুন।
মকর
ব্যবসায় কোনও ঝুঁকি নেওয়ার আগে সতর্ক হন। টাকাপয়সা হাতে কম থাকবে। সপ্তাহের প্রথমে বাড়িতে কোনও ছোট বিষয় নিয়ে অশান্তি বাড়তে পারে। কোনও বাধাবিপত্তি বাবার দ্বারা সমাধান। কোনও কাজ অপর কাউকে দিয়ে করতে পারবেন। পাওনা টাকা আদায় নাও হতে পারে। প্রয়োজনীয় কাজের জন্য উপযুক্ত ব্যক্তি পাবেন। কোনও প্রিয় বন্ধুর জন্য মন খারাপ হতে পারে। প্রেমে নতুন সুযোগ আসতে পারে। বড়ঠাকুরের পূজা দিন।
কুম্ভ
সপ্তাহের প্রথম দিকে সঙ্গীত শিল্পীদের ভাল সুযোগ মিলতে পারে। ভাল কাজ করার জন্য কিছুটা অপেক্ষা করুন। প্রেমের জন্য বাড়িতে জোর অশান্তি। কাজের ভাল খবর মিলতে পারে। মধ্য ভাগে এমন ভাল সময় বহু দিন পর উপভোগ করতে পারবেন। কাজের জন্য দূরে যেতে হতে পারে। নিজের সুখের জন্য অনেক চেষ্টা। অপরের উপর ভরসা করতে পারেন। আইনি পথে কোনও সমস্যার সমাধান। স্ত্রী-র জন্য মানসিক চিন্তা। শনিবার নিরামিষ আহার
মীন
ভাল স্মরণশক্তি থাকা সত্ত্বেও পরীক্ষার ফল সন্তোষজনক হবে না। প্রথম দিকে দরকারি কাজগুলো করে ফেলুন। নানা ঝামেলা মানিয়ে চলতে হবে। শত্রুর বাধা খুব ভাল ভাবে বুঝতে পারবেন। খুব দরকারি আলোচনার জন্য সময় থাকবে না। কোনও জটিল তর্ক বাধতে দেবেন না। স্ত্রীর সঙ্গে অপরের জন্য বিবাদ বাড়তে পারে। সন্তানের জন্য খরচ বাড়বে। আইনি কাজকর্ম ভাল ফল পাবেন। বাবা-মা ও স্ত্রীকে নিয়ে পূজা পাঠের আলোচনা। গুরুদেবের কাছে গেলে মনের শান্তি পাবেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement