এক্সপ্লোর
আজ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মহাশ্বেতা দেবীর, শেষযাত্রায় সামিল মুখ্যমন্ত্রী

কলকাতা: প্রয়াত সাহিত্যিক মহাশ্বেতা দেবীর শেষকৃত্য আজ সম্পন্ন হবে। তার আগে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত রবীন্দ্র সদনে প্রয়াত লেখিকাকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষ। দুপুর ১টা নাগাদ দেহ নিয়ে যাওয়া হবে কেওড়াতলা শ্মশানে। সেখানেই রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে মহাশ্বেতা দেবীর। দীর্ঘ রোগ ভোগের পর গতকাল দুপুরে দক্ষিণ কলকাতার এক হাসপাতালে মৃত্যু হয় বিশিষ্ট সাহিত্যিকের। মৃত্যুর খবর পেয়ে দিল্লি-সফর কাটছাঁট করে কলকাতা ফেরেন মুখ্যমন্ত্রী। রাতেই তিনি হাসপাতালে যান।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















