এক্সপ্লোর
Advertisement
গরিবদের অপমান করছেন, মোদীকে তোপ মমতার, পরশু রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত্
কলকাতা: নয়াদিল্লি ও কলকাতা: নোট বাতিল ইস্যুতে সাধারণ মানুষের দুর্ভোগকে হাতিয়ার করে কেন্দ্র-বিরোধী সুর আরও চড়া করছেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরশু দুপুরে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাত্ করবেন তিনি। তার আগে আগামীকাল মমতার সঙ্গে দেখা করবেন আম আদমি পার্টি নেতা অরবিন্দ কেজরীবাল। এজন্য দিল্লি যাচ্ছেন মমতা।
এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নোট বাতিলের জেরে গরিব মানুষ শান্তিতে ঘুমোচ্ছেন আর বড়লোকদের ঘুমের ওষুধ লাগছে। মোদীর এই মন্তব্যের তীব্র প্রতিবাদ করেছেন মমতা। গাজিপুরে প্রধানমন্ত্রীর ভাষণ চলাকালীনই টুইট করেন মমতা। তাতে বলেন, প্রধানমন্ত্রী বলছেন, গরিবরা শান্তিতে ঘুমোচ্ছে। এই মন্তব্য সাধারণ মানুষের পক্ষে অপমানজনক। নিম্ন রুচির পরিচয়। কেন্দ্রের কাছে আমার অনুরোধ, এমন করে গরিবদের মারবেন না।
The PM in his speech had said the poor are sleeping peacefully. This is an insult to commoners and in bad taste 1/2
— Mamata Banerjee (@MamataOfficial) November 14, 2016
My humble suggestion is not to hit the common people like this 2/2 — Mamata Banerjee (@MamataOfficial) November 14, 2016 মমতা বলেছেন, কেন্দ্রের এই সিদ্ধান্ত গরিবদের মেরে ফেলার পক্ষে যথেষ্ট। ইতিমধ্যেই ৬ দিনে দেশের দেড়লক্ষ কোটি টাকার ক্ষতি হয়েছে। মুখ্যমন্ত্রী লিখেছেন, নোট বদলে ক্ষতির শিকার হয়েছেন সাধারণ মানুষ। এই সিদ্ধান্তে তাঁরা বিপর্যস্ত। বহু অর্থনীতিবিদ এর ফলে মন্দার আশঙ্কা করছেন। নোট বাতিল ইস্যুতে কেন্দ্রের বিরোধিতার সামনের সারিতে এগিয়ে এসেছেন মমতা। তিনি গতকালই বলেছিলেন, এ বিষয়ে সরকারের বিরুদ্ধে সিপিএমের সঙ্গে একযোগে কাজ করতেও আপত্তি নেই তৃণমূলের। এমনকি, তিনি সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিকে ফোন করে বলেন, মোদী সরকারের নোট-বাতিল ইস্যুতে, আপনাদেরও তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করা উচিত। এর আগে তিনি রাষ্ট্রপতির সঙ্গে টেলিফোন কথাও বলে নেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
খবর
Advertisement