এক্সপ্লোর
বিজেপি-র আমলে দুর্নীতির পাহাড়, তোপ মমতার

কলকাতা: তৃণমূলের উপর চাপ বাড়াতে দুর্নীতির অভিযোগকে হাতিয়ার করছে বিজেপি। শুক্রবার একুশের মঞ্চ থেকে পাল্টা বিজেপিকে জবাব দিতে জোড়া হাতিয়ার তুলে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাম্প্রতিককালে একাধিক বিজেপি শাসিত রাজ্যে দুর্নীতির অভিযোগ উঠেছে। বিজেপি শাসিত মধ্যপ্রদেশে ব্যাপম কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানের। অপর এক বিজেপি শাসিত রাজ্য রাজস্থানেও ৪৫ হাজার কোটি টাকার খনি দুর্নীতিতে আঙুল উঠেছে মুখ্যমন্ত্রী সুন্ধরা রাজের দিকে। ছত্তীসগঢ়ে আবার ৩৬ হাজার কোটি টাকার রেশন কেলেঙ্কারিতে অভিযুক্ত বিজেপির মুখ্যমন্ত্রী রমন সিংহ। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন গুজরাতের মুখ্যমন্ত্রী, তখন গুজরাত স্টেট পেট্রোলিয়াম কর্পোরেশনের বিরুদ্ধে ২০ হাজার কোটি টাকা কেলেঙ্কারির অভিযোগও উঠেছে। কর্ণাটকে আবার লোকায়ুক্ত রিপোর্টে দাবি করা হয়েছে, বিজেপি নেতা জনার্দন রেড্ডি বেআইনি পথে ৩৬ হাজার কোটি টাকার আকরিক লোহার খনন ও রফতানি করেছেন। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে বিজেপি। রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, ভয় না থাকলে মাথা উঁচু করে ইডি সিবিআই অফিসে যান না। ভয় কীসের? আর বিজেপি শাসিত রাজ্যে যদি দুর্নীতি হয়ে থাকে, তাহলে সেখানে মামলা করছেন না কেন? আমরা তো সারদা-নারদ নিয়ে তদন্তের জন্য হাইকোর্টে গিয়েছিলাম। তবে তৃণমূল নেত্রীও যে দমতে রাজি নন, তা এদিন ফের স্পষ্ট করে দিয়েছেন তিনি। বলেছেন, তোমরা সিবিআই-ইডি-আইটি কর, কিছু যায় আসে না। শেষ দেখে ছাড়ব। এটা আমাদের চ্যালেঞ্জ। তিরিশ লক্ষ কর্মীকে অ্যারেস্ট করুন, আরও তিরিশ লক্ষ জন্মাবে। আপনারা কী করবেন তার পাই পয়সা হিসেব হবে। পাল্টা কটাক্ষ ছুঁড়ে দিয়েছে বিজেপি। দিলীপের খোঁচা, মমতার কথায় এখন আর ওনার দলের বিধায়ক-সাংসদরাও বিশ্বাস করেন না। মোদী সরকারকে দুর্নীতি অস্ত্র বিঁধতে এ দিন নোটবন্দি থেকে জিএসটির প্রসঙ্গকেও এ দিন হাতিয়ার করেন তৃণমূলনেত্রী। তিনি বলেন, আজ পর্যন্ত হিসেব দিতে পারল না। আসলে লক্ষ লক্ষ কোটির দুর্নীতি হয়েছে। নোটবন্দিতে ব্যর্থ। মোদীবাবুর সরকার ব্যর্থ। দুর্নীতির পাহাড়। জিএসটির নামে অনৈতিক কাজ চলছে। বিজেপির আমলে হাজার হাজার কেলেঙ্কারি। বিজেপি অভিযোগ উড়িয়ে, পাল্টা হুঁশিয়ারি দিয়েছে। দিলীপের দাবি, ট্যাক্স সরল করতে জিএসটি করেছেন মোদী। খালি ওনার আপত্তি। সারা দেশের মানুষ মনে করে, নোট বাতিল করে কালো টাকা উদ্ধার করেছেন মোদী। উনি যে মিথ্যা বলছেন তার বিরুদ্ধে মামলা করব আমরা। সব মিলিয়ে দুর্নীতি ইস্যু ঘিরে তরজা দিনে দিনে বাড়ছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















