এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজেও শিক্ষক-বদলি নীতি চালুর ভাবনা রাজ্যের
কলকাতা: সরকারি কলেজে শিক্ষকদের বদলির চাকরি। কিন্তু, সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজে বদলির সংস্থান নেই। এবার সেখানেও বদলি নীতি চালু করার কথা ভাবছে সরকার। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, এবিষয়ে বিভিন্ন শিক্ষক সংগঠনের সঙ্গে কথা বলা হবে। মতামতও চাওয়া হবে। তারপর বিধি কীভাবে প্রয়োগ করা যায়, সেবিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। পাশাপাশি, সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজগুলিতে শিক্ষকদের ঠিক সময়ে হাজিরার বিষয়েও বিধি তৈরি করতে চায় সরকার।
নিয়মানুবর্তিতা রক্ষায় এই উদ্যোগকে মোটামুটি সবাই স্বাগত জানালেও, বদলি নীতি নিয়ে শিক্ষামহলে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অনেকে বলছেন, এর ফলে একদিকে যেমন ভাল শিক্ষকের ভাল জায়গায় বদলির সম্ভাবনা রয়েছে। তেমন শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে বদলির আশঙ্কাও থেকে যাচ্ছে। প্রশ্ন রয়েছে বদলি নীতির বাস্তবায়ন নিয়েও।
এখন সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কলেজ সার্ভিস কমিশন প্রথমে সুপারিশ করে। তার ভিত্তিতে সেই সংশ্লিষ্ট কলেজের পরিচালন সমিতি নিয়োগপত্র দেয়। প্রশ্ন উঠছে, নিয়োগকর্তা যেখানে কলেজের পরিচালন সমিতি, সেখানে সরকার বদলি করবে কীকরে? শিক্ষা দফতর সূত্রে খবর, এক্ষেত্রে প্রাথমিকভাবে সরকারি সাহায্যপ্রাপ্ত বা স্পনসর্ড স্কুলের মতো মিউচুয়াল ট্রান্সফার বা আপস বদলির কথা ভাবা হচ্ছে। প্রয়োজনে সংশোধন করা হতে পারে আইনও।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement