এক্সপ্লোর
ফের ভাঙা হল নেতাজি মূর্তি, এবার ক্যানাল ইস্ট রোডে

কলকাতা: এবার বোমা মেরে ভাঙা হল নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি। রাজাবাজারের কাছে ক্যানাল ইস্ট রোডের নেতাজি সুভাষ পার্কে ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ। অভিযোগ, পার্কের নেতাজি মূর্তি লক্ষ্য করে গতকাল কয়েকজন বোমা ছোঁড়ে। বোমার আঘাতে মূর্তির একাংশ ভেঙে যায়। নারকেলডাঙা থানায় এ ব্যাপারে অভিযোগ দায়ের হয়েছে। অশান্তির আশঙ্কায় পার্কে মোতায়েন করা হয়েছে পুলিশ। স্থানীয় কংগ্রেস কাউন্সিলর প্রকাশ উপাধ্যায় জানিয়েছেন, ঘটনাটি কলকাতা পুরসভাকে জানাবেন তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















