প্রয়াত সঙ্গীতশিল্পী বনশ্রী সেনগুপ্ত
কলকাতা: প্রয়াত সঙ্গীতশিল্পী বনশ্রী সেনগুপ্ত। আজ সকাল ১১টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বেশকিছু দিন ধরে হৃদযন্ত্রের সমস্যা নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিলেন বিশিষ্ট এই সঙ্গীতশিল্পী। তাঁর ভাই সূর্য সেনগুপ্ত জানান, গত ১০ দিন ধরেই হাসপাতালে চিকিৎসা চলছিল বনশ্রীদেবীর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। বনশ্রীদেবীর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ট্যুইটারে তিনি লেখেন, কিংবদন্তি সঙ্গীতশিল্পী বনশ্রী সেনগুপ্তর মৃত্যুতে গভীর শোকাহত। এই দুঃসময়ে তাঁর পরিবার ও ভক্তদের সমবেদনা।
[embed]https://twitter.com/MamataOfficial/status/833238659776253954[/embed]মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে যান রাজ্যের তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন। বনশ্রী সেনগুপ্তর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন আরেক বিশিষ্ট সঙ্গীতশিল্পী স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত। প্রয়াত শিল্পীকে মাটির মানুষ হিসেবে উল্লেখ করেন গায়ক শীকান্ত আচার্য। শেষ শ্রদ্ধা জানানোর জন্য দুপুর ৩টে নাগাদ বনশ্রী সেনগুপ্তর দেহ নিয়ে যাওয়া হবে রবীন্দ্র সদনে। সেখানে সম্ভবত যাবেন মুখ্যমন্ত্রী। তারপর দক্ষিণ কলকাতার বাসভবন হয়ে বনশ্রী সেনগুপ্তর নিথর দেহ যাবে কেওড়াতলা মহাশ্মশানে। সেখানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।