এক্সপ্লোর
গড়চা লেনে নার্সিংহোমে নার্সদের বেধড়ক মেরে উধাও রোগী

কলকাতা: গড়িয়াহাটের কাছে গড়চা লেনের নার্সিংহোমে রোগীর মারধরে গুরুতর আহত ৩ নার্স। নার্সদের মধ্যে ২ জন মল্লিকবাজারের এক হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি। আরেক নার্সকে ভর্তি করা হয়েছে ওই নার্সিংহোমেরই সাধারণ বেডে। গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের নার্সিংহোম কর্তৃপক্ষের। এখনও অধরা অভিযুক্ত রোগী সুবীর সাহা। বুধবার ডেঙ্গির উপসর্গ নিয়ে সুবার সাহা গড়চা লেনের নার্সিংহোমে ভর্তি হন। অভিযোগ, গতকাল ভোররাতে ওই রোগী স্যালাইনের বোতল ঝোলানোর রড দিয়ে ৩ জন নার্সকে আক্রমণ করেন। শিপ্রা মণ্ডল, মার্গারেট মণ্ডল ও ভিক্টোরিয়া ঠকচম নামে তিন নার্সেরই মাথায় চোট রয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















