এক্সপ্লোর
Advertisement
দেশে আগুন ছড়ালেও, গন্ডগোল ছাড়াই চুটিয়ে ‘পদ্মাবত’ উপভোগ করলেন কলকাতাবাসী
কলকাতা: পদ্মাবতের বিরোধিতায় বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে যখন অশান্তির আগুন জ্বলছে, তখন কলকাতায় একেবারে উল্টো ছবি। কোনও গন্ডগোল ছাড়াই চুটিয়ে ‘পদ্মাবত’ উপভোগ করলেন শহরবাসী।
বৃহস্পতিবার সারা দেশে পদ্মাবত মুক্তি পেলেও, বিজেপি শাসিত চার রাজ্য--রাজস্থান, হরিয়ানা, গুজরাত এবং মধ্যপ্রদেশের কোনও হলেই এই ছবি দেখা যায়নি।
কিন্তু, কলকাতার হলগুলিতে পদ্মাবতের শোয়ে উপচে পড়া ভিড়। ‘পদ্মাবত’ নিয়ে আপত্তির কারণ হিসেবে শুরু থেকেই ইতিহাস বিকৃতির অভিযোগ তুলেছে রাজপুত করণী সেনা। যদিও, কলকাতাবাসীর গলায় শোনা গিয়েছে অন্য সুর। এক দর্শকের দাবি, ইতিহাসকে কীকরে দেখাতে হয়, বনশালী দেখিয়েছে।
রাজপুত করণী সেনা যখন অভিনেতা, পরিচালকদের নাক কাটা, গলা কাটার হুমকি দিচ্ছে, তখন এ শহরের চলচ্চিত্রপ্রেমীদের গলায় শুধুই দীপিকা-রণবীরদের অভিনয়ের দরাজ প্রশংসা।
তবে কলকাতায় পদ্মাবতের যাত্রাপথ মসৃণ হলেও, আসানসোল থেকে অশান্তির ঘটনা সামনে এসেছে। আসানসোলের কুমারপুরে মনোজ সিনেমা হল চত্বরে এদিন সকালে বিক্ষোভ দেখায় বিশ্ব হিন্দু পরিষদ এবং একটি রাজপুত সংগঠন। পরিচালক সঞ্জয় লীলা বনশালীর বিরুদ্ধে স্লোগানও দেয় তারা। পরে পুলিশ এসে বিক্ষোভকারীদের হঠিয়ে দেয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
খবর
Advertisement