এক্সপ্লোর
Advertisement
নিউমার্কেট থানা এলাকায় অন্তঃসত্ত্বা বধূর রহস্যমৃত্যু, গ্রেফতার স্বামী
কলকাতা: অন্তঃসত্ত্বা বধূর রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য নিউমার্কেট থানা এলাকায়। শ্বশুরবাড়ি থেকে মিলল নিথর দেহ। পুলিশের দাবি, মৃতের গলায় ফাঁসের দাগ রয়েছে। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে রুজু হয়েছে খুনের মামলা। গ্রেফতার মৃতের স্বামী।
মৃতের নাম সুধা সাউ। বাপের বাড়ি বিহারে। ৮ মাস আগে মার্কেট স্ট্রিটের বাসিন্দা বিজয় সাউয়ের সঙ্গে সুধার বিয়ে হয়। শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে ভাড়াবাড়িতে থাকতেন বছর চব্বিশের ওই বধূ। নিউমার্কেট থানার পুলিশ জানিয়েছে,
এদিন বিকেলে সুধার অস্বাভাবিক মৃত্যুর খবর আসে তাঁদের কাছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে, মেঝেতে পড়ে রয়েছে দেহ। ঘর অগোছালো না থাকলেও, আলো জ্বালানো ছিল, চলছিল ফ্যান।
কিন্তু, কীভাবে মৃত্যু হল সুধার? পুলিশ সূত্রে খবর, মৃতের গলায় ফাঁসের দাগ মিলেছে। যা দেখে তদন্তকারীদের অনুমান, গলায় ফাঁস লেগে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয়েছে সুধা সাউয়ের। কিন্তু, খুন নাকি আত্মহত্যা, সে সম্পর্কে এখনও নিশ্চিত নয় পুলিশ। দেহের ময়নাতদন্ত রিপোর্ট আসার অপেক্ষায় তদন্তকারীরা। রাতেই সুধার মৃত্যুর খবর পৌঁছে দেওয়া হয় বিহারের বাপের বাড়িতে। সুধার কলকাতা-নিবাসী জামাইবাবু ও অন্য আত্মীয়রা বৃহস্পতিবার রাতেই চলে আসেন নিউমার্কেট থানায়। মৃতের দিদি লীলা সাউয়ের অভিযোগের ভিত্তিতে, খুনের মামলা রুজু করেছে পুলিশ। সঙ্গে যুক্ত হয়েছে বধূ নির্যাতনের ধারাও।
এদিকে, প্রাথমিক তদন্তে সুধা সাউয়ের প্রতিবেশীরদের কাছে পুলিশ জানতে পেরেছে,বিয়ের পর থেকে প্রায়ই টাকা চেয়ে সুধার ওপর অত্যাচার চালাত বিজয়। তাহলে কি পণের জন্য অত্যাচারের শিকার সুধা? প্রশ্নের উত্তর পেতে বিজয় সাউ গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement