দেশের সর্বোচ্চ বিজ্ঞান সম্মানে বাঙালির জয়জয়কার, ৬ বিজ্ঞানী জিতলেন শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার
পুরস্কারজয়ী ৬ জন বাঙালির মধ্যে ২ জন পশ্চিমবঙ্গেই কর্মরত...
কলকাতা: বাঙালি বিজ্ঞানীদের জয়জয়কার। দেশের সর্বোচ্চ বিজ্ঞান সম্মান ‘শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার’ জয়ীদের তালিকায় ৬ জনই বাঙালি।
পুরস্কারজয়ী ৬ জন বাঙালির মধ্যে ২ জন পশ্চিমবঙ্গেই কর্মরত। বাকি ৪ জন বাইরের রাজ্যে কর্মরত। ৬ কৃতী বাঙালি বিজ্ঞানী হলেন, গণিতে পুরস্কারজয়ী ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের অধ্যাপক রজতশুভ্র হাজরা। ভূবিজ্ঞানে খড়গপুরের আইআইটির অধ্যাপক অভিজিৎ মুখোপাধ্যায়। আইআইটি বম্বের অধ্যাপক অধ্যাপক সূর্যেন্দু দত্ত। জীববিজ্ঞানে হায়দরাবাদের সেন্টার ফর ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং অ্যান্ড ডায়াগনিস্টিকসের অধ্যাপক শুভদীপ চট্টোপাধ্যায়। পদার্থবিজ্ঞানে হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুরজিৎ ধাড়া। মুম্বইয়ের ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের অধ্যাপক কিংশুক দাশগুপ্ত।
১৪ জন কৃতী বিজ্ঞানীর মধ্যে এক জনের জন্ম ওড়িশায় হলেও তাঁর সঙ্গে যোগ রয়েছে কলকাতার। তিনি রসায়নে কলকাতার ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অব সায়েন্সের অধ্যাপিকা জ্যোতির্ময়ী দাস।
শনিবার দিল্লির বিজ্ঞান ভবনে কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের ৭৯তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে এ বছরের ১৪ জন পুরস্কারজয়ীর তালিকা প্রকাশ করা হয়।