এক্সপ্লোর
সত্যের জয়, মা-মাটি-মানুষের জয়, সিঙ্গুরে বিজয় উত্সব হবে, ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতা: বাম আমলে সিঙ্গুর জমি অধিগ্রহণ অবৈধ। ১২ সপ্তাহের মধ্যে কৃষকদের জমি ফেরত দেওয়ার নির্দেশ, আজ ঐতিহাসিক রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। জনস্বার্থে নেওয়া হয়নি জমি, জানিয়েছে আদালত। জীবন-জীবিকা নির্বাহ করতে পারেননি গত দশ বছর, তাই সরকারের থেকে পাওয়া ক্ষতিপূরণ ফেরত দিতে হবে না কৃষকদের। রায় দাবি সুপ্রিম কোর্টের। এদিকে শীর্ষ আদালতের এই রায় খুশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, এই রায়ের জন্য ১০ বছর অপেক্ষা করেছেন তিনি।আন্দোলনের সময় সিপিএম অত্যাচার চালিয়েছিল, দাবি মমতার। আগের চুক্তি বাতিলের পক্ষে ছিলেন বলেই নতুন চুক্তি করেছেন, নিজের বক্তব্যে জানিয়েছেন মমতা। এটা সত্যের জয়, মা-মাটি-মানুষের জয়। সিঙ্গুরে বিজয় উত্সব হবে, সাংবাদিক বৈঠকে জানিয়েছেন মমতা। আদালত যা রায় দিয়েছে, সব মানব, মন্তব্য মুখ্যমন্ত্রীর। জমি ফেরত দেওয়ার কথা বলেছে আদালত, মুখ্যসচিব ফিরলেই এবিষয় বৈঠকে বসবেন তিনি। রায় মেনে কিভাবে কাজ করা যায়, তা নিয়েই বৈঠক হবে। জোর করে জমি দখলের বিরুদ্ধে আন্দোলনের পক্ষে রায়। মুখ্যমন্ত্রীর দাবি, ঐতিহাসিক ভুল করেছিল বামেরা। ২০১১-এ মানুষের রায় আজ কোর্টে প্রতিফলিত হল। তবে তিনি এরসঙ্গে এটা জানাতেও ভোলেননি, টাটাদের প্রতি তিনি প্রতিহিংসা পরায়ণ নন। তিনি বলেন, বাংলাই শিল্পের গন্তব্য, সবাইকেই স্বাগত এখানে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















