এক্সপ্লোর
পার্কিংয়েও সিন্ডিকেট! বেকবাগান রো-তে বেলাগাম দুষ্কৃতীরাজ, ভাঙচুর, বাড়ি ঢুকে মহিলাদের মার
![পার্কিংয়েও সিন্ডিকেট! বেকবাগান রো-তে বেলাগাম দুষ্কৃতীরাজ, ভাঙচুর, বাড়ি ঢুকে মহিলাদের মার Syndicate Raj At Car Parking Area Hooligans Creates Ruckus At Beckbagan পার্কিংয়েও সিন্ডিকেট! বেকবাগান রো-তে বেলাগাম দুষ্কৃতীরাজ, ভাঙচুর, বাড়ি ঢুকে মহিলাদের মার](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/06/02202610/bekbagan-illegal-parking-cl-270x202.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: বেকবাগান রো-তে বেলাগাম দুষ্কৃতীরাজ! গতকাল রাতে একাধিক দোকান ও গাড়িতে ভাঙচুর। বাড়িতে ঢুকে মহিলাদের মারধর। রেহাই পায়নি সরকারি সম্পত্তিও। বেআইনি পার্কিং লটের দখল ঘিরে দুই গোষ্ঠীর সংঘর্ষ, এমনটাই পুলিশ সূত্রে দাবি।
শুধু ব্যক্তিগত গাড়িই নয়, তাণ্ডবলীলার শিকার সরকারি সম্পত্তিও! দোকান থেকে নিরীহ মানুষের ঘর। রেহাই পায়নি কিছুই! গায়ে হাত পড়েছে বাড়ির মহিলাদেরও! বুধবার রাতে এরকই দুর্বৃত্তায়নেরই সাক্ষী থাকল বেকবাগান রো....
পুলিশ সূত্রে দাবি, বেআইনি পার্কিং লটের দখল কার হাতে থাকবে, তা নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল এলাকার দুই গোষ্ঠীর মধ্যে। বুধবার রাতে এই বিবাদ চরম আকার নেয়! সংঘর্ষে জড়িয়ে পড়ে দু’পক্ষ। শুরু হয় তুমুল ইটবৃষ্টি!
বাঁশ, লাঠি দিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর করে দুষ্কৃতীরা।
বাড়িতে ঢুকে মহিলাদের মারধর করা হয় বলেও অভিযোগ।
ঘটনার আকস্মিকতায় দিশেহারা এলাকার মানুষ ও ব্যবসায়ীরা! তাঁদের চোখে-মুখে এখন শুধুই আতঙ্ক!
স্থানীয়দের একাংশের দাবি, বিবদমান দুটি গোষ্ঠীর সঙ্গেই তৃণমূলের যোগ রয়েছে।
যদিও এ বিষয়ে তৃণমূলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
কিন্তু, পুরসভার বরাতপ্রাপ্ত পার্কিং সংস্থা থাকা সত্ত্বেও, এই বেআইনি পার্কিং লট গজিয়ে উঠল কী করে? পার্কিংয়ের বরাতপ্রাপ্ত সংস্থার কর্মীর কথাতে থেকেই কার্যত স্পষ্ট, বেনিয়ম চলছে বহুদিন ধরেই।
এলাকায় বেপরোয়া দুষ্কৃতী দৌরাত্ম্য। রোষে গাড়ি থেকে বাড়ি। আক্রান্ত মহিলারাও। এত কিছু হল। তবুও এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি কড়েয়া থানার পুলিশ।
ময়ূখঠাকুর চক্রবর্তী ও সুভাষ বৈদ্য
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)