এক্সপ্লোর
Advertisement
ধর্মঘটের বিরোধিতা করে চরম হুঁশিয়ারি মমতার, ভাঙচুর হলেই কড়া ব্যবস্থা নেবে সরকার
কলকাতা: ২ সেপ্টেম্বর দেশ জুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে বাম-সহ বিভিন্ন দলের শ্রমিক সংগঠনগুলি। অনেকেরই আশঙ্কা সে দিন স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হতে পারে। কর্মনাশা ধর্মঘটের ফাঁসে ফের একবার চরম ভোগান্তিতে পড়তে পারে সাধারণ মানুষ। এই প্রেক্ষাপটে, ২ সেপ্টেম্বর ডাকা ধর্মঘটের চরম বিরোধিতা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে অনুষ্ঠানে তাঁর হুঁশিয়ারি, ধর্মঘটের নামে কেউ ভাঙচুর করলে কড়া ব্যবস্থা নেবে সরকার।
মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, শ্রমিকদের দাবি-দাওয়া থাকতেই পারে। কিন্তু, তা জানানোর জন্য একাধিক মঞ্চ রয়েছে। বনধ-ধর্মঘট করে তো আর সমস্যার সমাধান হয় না!
ধর্মঘটের বিরোধিতা করায় এ দিন পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছে সিপিএম।
এ দিন সিপিএম-কংগ্রেস-বিজেপিকেও তীব্র আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলনেত্রীর দাবি, সিপিএম বাংলার সর্বনাশ করে গেছে। কংগ্রেসের নেই কাজ তো খই ভাজ। বিজেপি হচ্ছে কাউ সেন্সাস।
বিরোধী থাকার সময়ই বনধ-ধর্মঘটের রাজনীতি থেকে সরে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী হয়ে তিনি একাধিকবার বনধের বিরোধিতায় কড়া অবস্থান নিয়েছেন। পর্যবেক্ষকদের একাংশের মতে, বনধ-ধর্মঘট বিরোধী সেই অবস্থানেই যে তিনি অনড় আছেন, তা এ দিন ফের বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
খবর
Advertisement