এক্সপ্লোর
Advertisement
বেপরোয়া বাইক আটকানোয় ট্রাফিক পুলিশকে চড়
কলকাতা: শহরে ফের আক্রান্ত ট্রাফিক পুলিশ। বেপরোয়া বাইক আটকানোয় কর্তব্যরত ট্রাফিক কনস্টেবলকে চড় মারার অভিযোগ বাইক আরোহীর বিরুদ্ধে।
আমহার্স্ট স্ট্রিট ও মহাত্মা গাঁধী রোডের সংযোগস্থলে বাইক আটকানোয় কর্তব্যরত ট্রাফিক কনস্টেবলকে চড় মারার অভিযোগ। যাদবপুরের সার্ভে পার্কেও কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টকে নিগ্রহের অভিযোগ। দুটি ক্ষেত্রেই অভিযুক্ত বাইক চালককে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশের সূত্রে দাবি, বুধবার সকাল ১১টা নাগাদ আমহার্স্ট স্ট্রিট ও মহাত্মা গাঁধী রোডের সংযোগস্থলে হেলমেটবিহীন এক বাইক আরোহীকে আটকান কর্তব্যরত ট্রাফিক কনস্টেবল দেবাশিস বসু। অভিযোগ, এরপরই ওই বাইক আরোহী ওই ট্রাফিক সার্জেন্টকে অশ্রাব্য গালিগালাজ করতে থাকেন। দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। ওই ট্রাফিক সার্জেন্টকে চড় মারা হয় বলেও অভিযোগ।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে আমহার্স্ট স্টিট থানার পুলিশ। ট্রাফিক সার্জেন্ট দেবাশিষ বসুর লিখিত অভিযোগের ভিত্তিতে নীসান্ত শামিম নামে ওই বাইক আরোহীকে গ্রেফতার করা হয়। যদিও ট্রাফিক সার্জেন্ট মারধরের অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত বাইক আরোহী নীসান্ত শামিমের পরিবারের লোকেরা।
অন্যদিকে, যাদবপুরের সার্ভে পার্কে বেপরোয়া বাইক আটকানোয় কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টকে নিগ্রহের অভিযোগ উঠেছে বাইক আরোহীর বিরুদ্ধে। অভিযুক্ত বাইক চালককে গ্রেফতার করেছে পূর্ব যাদবপুর থানার পুলিশ।
ময়ুখ ঠাকুরচক্রবর্তী ও সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ, কলকাতা
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement