এক্সপ্লোর
যাত্রী দুর্ভোগ কমাতে সোমবার রাস্তায় ২০০ নতুন এসি বাস, সঙ্গে এসবিএসটিসি-র আরও ২০০ সাধারণ বাসও
এই অবস্থায় অধিকাংশ যাত্রীকেই মূলত সরকারি বাসের ওপর নির্ভর করতে হচ্ছে যাত্রীদের। বেসরকারি বাসের ভাড়া নির্ধারণ সংক্রান্ত জট এখনও কাটেনি। এরইমধ্যে পরিস্থিতি সামাল দিতে সোমবার রাস্তায় ৪০০ নতুন বাস নামবে।

কলকাতা: লকডাউনের পর আনলক ওয়ান পর্বে খুলেছে সরকারি ও বেসরকারি অফিস, হোটেল-রেস্তোরাঁ। কিন্তু কাজেকর্মে যাওয়ার পথে চূড়ান্ত সমস্যায় পড়েছেন যাত্রীরা। সোশ্যাল ডিসট্যান্স মেনে যানবহনে চড়ার নিয়মও অনের ক্ষেত্রেই মানা সম্ভব হচ্ছে। অফিস আসা ও যাওয়ার পথে চূড়ান্ত দুর্ভোগের সম্মুখীন হতে হচ্ছে যাত্রীদের। মেট্রো-ট্রেন চলছে না। এই অবস্থায় অধিকাংশ যাত্রীকেই মূলত সরকারি বাসের ওপর নির্ভর করতে হচ্ছে যাত্রীদের। বেসরকারি বাসের ভাড়া নির্ধারণ সংক্রান্ত জট এখনও কাটেনি। এরইমধ্যে পরিস্থিতি সামাল দিতে সোমবার রাস্তায় ৪০০ নতুন বাস নামবে। ২০০টি নতুন এসি বাস চালাবে বেসরকারি সংস্থা।বাসগুলি হাওড়া, ধর্মতলা, সেক্টর ফাইভ ছুঁয়ে যাবে। আরও ২০০টি সাধারণ বাসও পথে নামাচ্ছে এসবিএসটিসি।সব বাসই চলবে পূর্ব নির্ধারিত ভাড়ায়।
এদিকে, বেসরকারি বাস ভাড়া নিয়ে জটিলতা অব্যাহত।বাস ভাড়া পুনর্বিন্যাস নিয়ে কাটেনি জট।
আজ ফের ৮টি বাস সংগঠনের চিঠি রাজ্য পরিবহণ দফতরকে। লকডাউনের আগে ও পরে বাসের আয় হ্রাস নিয়ে চিঠি দেওয়া হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
POWERED BY
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
অফবিট
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement
