এক্সপ্লোর
হিংসা কখনও সমাধান নয়: কাশ্মীরে সেনা অফিসারের হত্যায় শোক মমতার

কলকাতা: জম্মু ও কাশ্মীরে তরুণ সেনা অফিসারের নির্মম হত্যা নিয়ে শোকপ্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে, হিংসার মাধ্যমে কোনও কিছুর সমাধান মেলে না।
এদিন টুইটারে মুখ্যমন্ত্রী লেখেন, জঙ্গিদের হাতে লেফটেন্যান্ট উমর ফয়াজের হত্যার ঘটনায় অত্যন্ত শোকসন্তপ্ত। তাঁর পরিবারের প্রতি সমবেদনা। হিংসা কখনও সমাধানের সূত্র হতে পারে না।
[embed]https://twitter.com/MamataOfficial/status/862246324451680256[/embed]প্রসঙ্গত, মঙ্গলবার রাতে দক্ষিণ কাশ্মীরের শোপিয়ানে আত্মীয়ের বাড়ি থেকে এই তরুণ সেনা অফিসারকে অপহরণ করা করে ৫-৬ জন জঙ্গি। এদিন সকালে জেলার হারমৈন অঞ্চল থেকে তাঁর গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন





















