এক্সপ্লোর
মৌসুমী অক্ষরেখার সঙ্গে সক্রিয় নিম্নচাপ, তার জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির পূর্বাভাস

কলকাতা: মৌসুমী অক্ষরেখার পাশাপাশি, সক্রিয় নিম্নচাপ অক্ষরেখা। তার জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। মৌসুমী অক্ষরেখার একটি শাখা গোরক্ষপুর, পটনা থেকে শুরু করে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে। অন্যদিকে, উত্তরে হিমালয় সংলগ্ন জেলাগুলি থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আরও একটি নিম্নচাপ অক্ষরেখা। তার প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় রাজ্যের সমস্ত জেলায় বৃষ্টি হবে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া ও পূর্ব মেদিনীপুরে। হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















