এক্সপ্লোর
সাপ্তাহিক রাশিফল
By : ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | Updated at : 14 Aug 2016 01:06 AM (IST)

১৪ অগস্ট, ২০১৬
১৪ আগস্ট ২০১৬ - ২১ আগস্ট ২০১৬ রবি ,কর্কট পরে সিংহ।চন্দ্র ধনুতে।মঙ্গল বৃশ্চিকে।বুধ সিংহ । বৃহস্পতি কন্যাতে । শুক্র সিংহ তে । শনি বক্রি বৃশ্চিকে । পরে বক্র ত্যগ করবে । রাহু সিংহ তে । কেতু কুম্ভে । তিথি একাদশী থেকে দ্বিতীয়া ।
মেষ
সম্পত্তি নিয়ে কোন বিবাদ বাধতে পারে গুরুজনের সঙ্গে। মাথা ঠাণ্ডা রেখে এ সপ্তাহে সকল কাজ করতে হবে না হলে বিপদ বাড়তে পারে । কোন নতুন খবর মনে আনন্দ বাড়তে পারে। মধ্য ভাগে কোন ভাল আশা পুরণ হতে পারে। ধীরে চলাফেরা করুন রক্ত চাপ বাড়তে পারে। সন্তানের কাজের ব্যাপারে চেষ্টা। অপর কাউকে নিয়ে সংসারে অশান্তি বাড়বে। গান নিয়ে যারা চর্চা করেন তাদের ভাল সুযোগ আসছে। খোড়া মানুষকে কিছু খাবার দিন।
বৃষ
সপ্তাহটি কোন প্রকার শত্রুর অশান্তির দিয়ে শুরু হতে পারে। কোন প্রকার বাজে চিন্তা বাড়তে পারে। ব্যবসার কারণে কোন প্রকার নতুন অর্থ ব্যয় করবেন না। উচ্চ পদস্থ কোন ব্যক্তির জন্য কর্মস্থানে বিপদ মুক্ত হতে পারে। কোন প্রিয় ব্যাক্তির কাছ থেকে কটু কথা শুনতে হতে পারে। বিবাহ জীবন খুব ভাল যাবে না। নতুন কোন কাজ শুরু করবেন না। প্রেমের জন্য ভাল সময়, বগলা দেবীর পুজা দিন।
মিথুন
সপ্তাহের প্রথম দিকে বিবাহ নিয়ে ব্যস্ত হতে হবে। কোন প্রকার কর্মে চাপ বাড়তে পারে। বাড়িতে পুজো পাঠের আনন্দ হতে পারে। বয়সে বড় কোন ব্যক্তির সাথে অযথা তর্ক করবেন না। ব্যবসার দিকে ভাল ফলের আশা করা যায় ও সঞ্চয়ের যোগ আছে। প্রেমের বিষয় নিয়ে বাড়িতে বিবাদ বাধতে পারে। বড় দাদার সঙ্গে সম্পত্তি নিয়ে অশান্তি। সন্তানের সঙ্গে মাথা গরম করবেন না। ঈশাণ কোণে এক ঘটি জল রাখুন, তিন ধাতুর ঘটে।
কর্কট
এ সপ্তাহে ভাই বোনের অশান্তি কোন অপর ব্যক্তি মিটিয়ে দিতে পারে। লেনদেনের কাজ নিয়ে সময় অতিবাহিত হবে। বহু পরিশ্রমে ফল বেশি পাবেন না। কাউকে কিছু বলতে হলে অপেক্ষা করুন ফল ভাল হবে। মধ্য ভাগে ব্যবসায় কিছু বাধার মুখে পড়তে হতে হবে। বাড়ির বাহিরে থেকে যারা কাজ করেন তাদের জন্য ভাল সময়। কর্মচারী নিয়ে সংসারে অশান্তি। কপালে হলুদ ও কেশরের ফোঁটা দিয়ে বাহিরে যান শুভ ফল পাবেন।
সিংহ
সপ্তাহের প্রথম দিকে শরীরের জন্য একটু অসুবিধা হতে পারে। বিদেশে উচ্চশিক্ষার সুযোগ মিলতে পারে। আবেগের জন্য বাড়িতে কোনও বিপদে পড়তে পারেন। ভাই-বোনের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদে সম্পর্ক নষ্ট হতে পারে। মধ্যভাগে পেটের যন্ত্রণাতে কর্মে ক্ষতি। এলাকার কোনও ব্যক্তির কারণে বাড়িতে অশান্তি। স্ত্রীর জন্য কোনও বিপদ থেকে উদ্ধার। কোনও মহিলার জন্য কিছু অর্থ নষ্ট। ব্যবসার দিকে ভাল। শ্রাবণ মাসে শিব পুজো করুন।
কন্যা
এ সপ্তাহের প্রথম দিকে কোন বস্তু হারিয়ে ফেলতে পারেন। কর্মস্থানে কোন প্রকার বাধা পরতে পারে ও অপরের শরীরের সমস্যা নিয়ে ব্যস্ত হতে হবে। কাজের পরিধি বাড়তে পারে। তুচ্ছ কারনে তুমুল অশান্তি বাধতে পারে। মধ্য ভাগে খুব ভাল যোগাযোগ হতে পারে সব দিকে। ব্যবসায় খুব ভাল ভাবে নজর দিন। কর্মস্থানে কিছু পরিবর্তন আসতে পারে। নীল কাপড়ে নারকেল বেধে নদীতে বা পুকুরে ভাসিয়ে দিন উপকার পাবেন।
তুলা
বাড়ির লোকের ভাল ব্যবহারে জন্য আপনি আরও পরিশ্রমী হয়ে উঠবেন। অপ্রিয় সত্য কথা বলবার জন্য কর্মস্থানে অশান্তি বাধতে পারে। পশ্চিমি কোন বন্ধুর সাহায্য পেয়ে আপনি উপকৃত হবেন। মধ্য ভাগে সকল দরকারি কাজ মিটিয়ে নিন। আয় ও ব্যয়ের মধ্যে সমতা ঠিক থাকবেনা। শেষের দিকে সন্তান নিয়ে কোন প্রকার চিন্তা বাড়তে পারে। কোন উপহার আসতে পারে। স্ত্রীর কাছে নমনীয় মনোভাব রাখুন। কালী পুজা দিন।
বৃশ্চিক
এ সপ্তাহের প্রথম দিকে বাড়িতে কোন অতিথি আশার যোগ। কিন্তু অশান্তি ও হতে পারে। কোন পাওনার জন্য অনেক সময় নষ্ট হতে পারে। যারা পড়াশুনা নিয়ে থাকেন তাদের জন্য ভাল সময়। মনের ভিতর একটা অজানা ভয় কাজ করবে। প্রতিবেশীর সঙ্গে অশান্তি অনেক দূর পর্যন্ত যেতে পারে। কোন বাহিরের লোকের দ্বারা উপকার পেতে পারেন। স্ত্রীর সাথে বিবাদ মিটে যাবে। শিব মন্দিরে বাতি জ্বালান।
ধনু
সপ্তাহের প্রথম দিকে কোন প্রকার ভ্রমণের ব্যবস্থা হতে পারে। লোকের সঙ্গে যোগাযোগ ভাল হবে। উচ্চ পদস্থ কোন ব্যক্তির কাছ থেকে কর্মে কোন প্রকার সাহায্য পেতে পারেন। অংশীদারি ব্যবসায় খুব ভাল ভাবে নজর রাখুন। মধ্যভাগে পরিবারে একটু ঝামেলা বাধতে পারে। জল থেকে কোন বিপদের আশঙ্কা। অপরের কোন কথায় ভরসা না করে একটু অপেক্ষা করুন। প্রেমের দিকে ভাল ফল পাবেন। গণেশের ছবি পকেটে রাখুন।
মকর
সপ্তাহের প্রথম দিকে যারা সরকারি কাজে ব্যস্ত থাকেন তাদের জন্য খুব ভাল খবর আসতে চলেছে। কোন পড়ে থাকা কাজ শেষ করুন পরে কাজের চাপে সমায় পাবেনা। অপরের ধিরে চলা আপনার পছন্দ হবেনা। শত্রুর কোন বাঁধা অপসারণ করতে মনের জোর দরকা্বর। স্ত্রীর জন্য কোন প্রকার খরচ বাড়তে পারে। পিতামাতার সিথে সম্পতি নিয়ে বিবাদ। ব্যবসার দিকে মধ্যম প্রকার যাবে। ব্যবসার স্থানে হলুদ কাপরে তিনটি হলুদ টুকরো ঝোলান।
কুম্ভ
সপ্তাহের প্রথম দিকে কাউকে উপকার করতে গিয়ে হেনস্থা হতে হবে। সন্তান নিয়ে দূরে যেতে হবে কাজের জন্য। কোন বড় ভুল হওয়ার থেকে আপনার বন্ধু আপনাকে সামলে নেবেন। বাড়িতে কোন আনন্দ বহুল পরিবেশ হতে পারে। মধ্যভাগে বাড়িতে পুজা পাঠের জন্য আলোচনা। ব্যবসায় চাপ বাড়তে পারে। চাকুরির স্থানে কোন জটিলতা বাড়বে । আবেগ প্রবন না হয়ে বাস্তব নিয়ে ভাবুন। স্ত্রীয়ের সঙ্গে বিবাদ। নীল বা কালো পোশাক এ সপ্তাহে পরবেন না।
মীন
সপ্তাহের প্রথম দিকে নতুন বন্ধুর সাথে পরিচয়। ব্যক্তিগত কোন কারনে কর্ম স্থানে অশান্তি বাধতে পারে। সংসারের খরচ বাড়বার জন্য চাপ বাড়তে পারে। নিজের বুদ্ধির জোরে শত্রুকে পরাজয়, আগুন থেকে একটু সাবধান। সপ্তাহের মধ্যভাগে প্রতিবেশীর সঙ্গে কোন প্রকার অশান্তি বাধতে পারে। শেষের দিকে স্বামী স্ত্রীয়ের কোন অশান্তি, শরীর খুব ভাল যাবে না। সন্তানের জন্য ভাল খবর। এ সপ্তাহে বটগাছের গোড়ায় জল দিন।
Published at : 14 Aug 2016 01:06 AM (IST)
Tags :
Horoscope খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
Sponsored Links by Taboola
ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
POWERED BY
সেরা শিরোনাম
খুঁটিনাটি
হোটেল, রেস্তোরাঁ জোর করে সার্ভিস চার্জ নিতে পারে ? আপনার অধিকার সম্পর্কে জানুন
ব্যবসা-বাণিজ্যের
ভুলবশত অ্যাকাউন্টে আসা টাকা ফেরত না দিলে কী সাজা ? এই বিষয়ে রয়েছে ব্যাঙ্কের কী নিয়ম ?
ব্যবসা-বাণিজ্যের
আজ বাজারে পথ দেখাবে এই ৮ স্টক, বলছেন বাজার বিশেষজ্ঞরা
ব্যবসা-বাণিজ্যের
আজ সোনা কিনলে কমে পাবেন ? রাজ্যে কত যাচ্ছে গোল্ড রেট ?






















