Blinkit Delivery: কেন্দ্রীয় শ্রমমন্ত্রকের হস্তক্ষেপের পরই বদলে গেল ব্লিঙ্কিট-এর স্লোগান
ABP Ananda LIVE : '১০ মিনিটে ডেলিভারি' থেকে সরল ব্লিঙ্কিট, সরতে পারে সুইগি, জেপ্টোও । কেন্দ্রীয় শ্রমমন্ত্রকের হস্তক্ষেপের পরই বদলে গেল ব্লিঙ্কিট-এর স্লোগান । '১০ মিনিটে ডেলিভারি'র স্লোগান পাল্টে হল '৩০ হাজার পণ্য আপনার দরজায়'। একই পথে হাঁটতে পারে সুইগি, জেপটোর মতো দ্রুত ডেলিভারির সংস্থাগুলি: সূত্র । ডেলিভারি কর্মীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই হস্তক্ষেপ কেন্দ্রের । ২০২৫-এর বর্ষবরণের দিন ধর্মঘট করেন ১০ মিনিটে ডেলিভারি কর্মীরা । নিরাপত্তা, স্বাস্থ্য ও আয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেন কর্মীরা।
যত দিন যাচ্ছে , রাজধানীতে আরও কড়া হচ্ছে শীত। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, বুধবার (১৪ জানুয়ারি) রাজধানী শহরে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২০ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। দুপুরে ৫ থেকে ১০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঠান্ডা হাওয়া বইতে পারে, যার ফলে শীত আরও বেশি অনুভূত হবে।
ঘন কুয়াশার কমলা সতর্কতা, শৈত্যপ্রবাহে মানুষজন বিপর্যস্ত
দিল্লি-এনসিআর-এ ঘন কুয়াশার কমলা সতর্কতা জারি করা হয়েছে। সকাল এবং গভীর রাতে দৃশ্যমানতা খুবই কম থাকার সম্ভাবনা রয়েছে। গত কয়েকদিন ধরেই কুয়াশার দাপন অত্যন্ত বেশি। চারিদিকই ঝাপসা। সড়ক ও রেল যোগাযোগেও পড়েছে প্রভাব। গাড়ির গতিও বেশ মন্থর। শীতল হাওয়াও বইছে হু হু করে। মঙ্গলবার সকালে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে । গত তিন বছরে জানুয়ারির শীতলতম সকাল ছিল মঙ্গলবার। অন্যদিকে, নয়ডায় তাপমাত্রা ২ ডিগ্রি পর্যন্ত নেমে যায়। রীতিমতো কাঁপতে কাঁপতেই কাজে বেরোতে হয় দিল্লিবাসীকে।


















