Gangasagar Mela 2026: মনোস্কামনা পূরণের আশায় আজ গঙ্গাসাগরে ডুব দেবেন লক্ষ লক্ষ পুণ্যার্থী
ABP Ananda LIVE : আজ মকর সংক্রান্তি। মনোস্কামনা পূরণের আশায় গঙ্গাসাগরে ডুব দেবেন লক্ষ লক্ষ পুণ্যার্থী৷ সাগরের জল স্পর্শ করে, কপিল মুনির আশীর্বাদ নেবেন মোক্ষলাভের আশায়৷ পুণ্যস্নান নির্বিঘ্ন করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে জেলা প্রশাসন। নজরদারি চলছে ড্রোন ও সিসি ক্যামেরার মাধ্যমে।
যত দিন যাচ্ছে , রাজধানীতে আরও কড়া হচ্ছে শীত। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, বুধবার (১৪ জানুয়ারি) রাজধানী শহরে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২০ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। দুপুরে ৫ থেকে ১০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঠান্ডা হাওয়া বইতে পারে, যার ফলে শীত আরও বেশি অনুভূত হবে।
ঘন কুয়াশার কমলা সতর্কতা, শৈত্যপ্রবাহে মানুষজন বিপর্যস্ত
দিল্লি-এনসিআর-এ ঘন কুয়াশার কমলা সতর্কতা জারি করা হয়েছে। সকাল এবং গভীর রাতে দৃশ্যমানতা খুবই কম থাকার সম্ভাবনা রয়েছে। গত কয়েকদিন ধরেই কুয়াশার দাপন অত্যন্ত বেশি। চারিদিকই ঝাপসা। সড়ক ও রেল যোগাযোগেও পড়েছে প্রভাব। গাড়ির গতিও বেশ মন্থর। শীতল হাওয়াও বইছে হু হু করে। মঙ্গলবার সকালে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে । গত তিন বছরে জানুয়ারির শীতলতম সকাল ছিল মঙ্গলবার। অন্যদিকে, নয়ডায় তাপমাত্রা ২ ডিগ্রি পর্যন্ত নেমে যায়। রীতিমতো কাঁপতে কাঁপতেই কাজে বেরোতে হয় দিল্লিবাসীকে।


















