এক্সপ্লোর
Advertisement
সাপ্তাহিক রাশিফল
১৮ ডিসেম্বর ২০১৬ - ২৪ ডিসেম্বর ২০১৬
রবি – ধনুতে । চন্দ্র – কর্কট । মঙ্গল – কুম্ভে । বুধ –বক্রি –ধনুতে । বৃহস্পতি – কন্যা । শুক্র – মকরে । শনি – বৃশ্চিক । রাহু – সিংহ । কেতু – কুম্ভে । তিথি পঞ্চমী থেকে একাদশী । সাপ্তাহিক রাশি ফল বিশ্লেষণে জ্যোতিষ শ্রী জয়দেব ।
মেষ
সপ্তাহের প্রথম দিকে কোনও অপরের জন্য ডাক্তারের খরচ বাড়তে পারে । পিতা মাতার জন্য এসপ্তাহে বিশেষ চিন্তা বাড়তে পারে । অতিরিক্ত পরিশ্রমের জন্য শরীরে ক্লান্তি বৃদ্ধি । শেয়ারে বাড়তি টাকা লাগাতে পারেন । প্রেমের বাধা মন কষ্ট বাড়াতে পারে । বন্ধুর সঙ্গে তর্ক থেকে বিবাদ । স্ত্রীর সঙ্গে ঝগড়ার সুযোগ অপর লোক নিতে পারে । চাকুরীর জন্য কোন উচ্চব্যক্তির সঙ্গে আলোচনা । রক্ত চাপ নিয়ে চিন্তা ।
বৃষ
শরীরের অলসতা কাজের অনেক ক্ষতি করতে পারে । শত্রুর জন্য কোনও কিছু নষ্ট হবার সম্ভবনা । অকারনে ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন । কর্মস্থানে কোনও বিশেষ কাজ করে সুনাম অর্জন । অপর কোনও ব্যক্তির জন্য সংসারে অশান্তি। মধ্যভাগে কাজের জন্য দূরে যেতে হতে পারে, বুদ্ধির জন্য শেয়ারে বড় বিপদ থেকে মুক্তি। মাত্রাছাড়া ক্রোধ বিপদ আনতে পরে । স্ত্রীর সঙ্গে গৃহনির্মাণের জন্য আলোচনা ।
মিথুন
সপ্তাহের প্রথম দিকে কুটুম্বিতা নিয়ে কোনও বিবাদ । শরীরের জন্য একটু কাজের ক্ষতি হতে পারে । কর্ম স্থানে দায়িত্ব বৃদ্ধি । অভিনয় জগতে সুনাম বাড়তে পারে । প্রতিবেশির সঙ্গে সম্পত্তি নিয়ে কোনও বিবাদ পুলিশ পর্যন্ত যেতে পারে । কর্ম ক্ষেত্রে ভাল কাজের প্রশংসা জুটতে পারে । স্নায়ুপীড়া উপেক্ষা করবেন না । সংসারের খরচ নিয়ে স্ত্রীর সঙ্গে বিবাদ । মধ্যভাগে কোনও কোন কুট ব্যক্তির জন্য ক্ষতি । ব্যবসার সময় মধ্যম ।
কর্কট
শরীরের সমস্যা খুব একটা না থাকলেও মানসিক দিক দিয়ে স্থিতি ভাল থাকবেনা । প্রতিভার বিকাশ লাভে সঠিক দিশা পাবেন । সঙ্গীত নিয়ে যারা চর্চা করেন তারা চেষ্টা করুন ভাল সময় আসছে । দুরভ্রমনের পরিকল্পনা বাতিল করা ভাল । সংসারটা অনেক দিন বাদে একটু মনের মত লাগবে । মধ্যভাগে বিভিন্ন শারীরিক সমস্যায় কাজের ব্যঘাত । লেখাপড়াতে সন্তানের আগ্রহ খুব ভাল লাগবে, ব্যবসার জন্য একটু চিন্তা বাড়তে পারে ।
সিংহ
সপ্তাহের প্রথম দিকে বাড়িতে কোনও ঝামেলা বাড়তে পারে । বাড়ির লোকের সাথে বনিবনা না হতে পারে । সব দরকারের কাজগুলো করে ফেলুন । অপরের উপর কোনও কাজের দায়িত্ব দেবেন না, কাজের স্থানে বিবাদের জন্য কাজ বন্ধ হতে পারে । গুরুজনের সঙ্গে কোনও বিবাদের জন্য মন কষ্ট, সমাজের কোনও কাজের জন্য সুনাম বাড়তে পারে । স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মানসিক চাপ । ভ্রমনে মনের শান্তি ।
কন্যা
শরীর ব্যপারে কোনও চাপের জন্য কাজের স্থানে ক্ষতি হতে পারে । ম,হাজনের সাথে অর্থ ব্যপারে কোনও অশান্তি বাড়তে পারে । প্রিয়জনের কাছে আঘাত থেকে মন কষ্ট বাড়তে পারে । পিতামাতার সঙ্গে কোনও ব্যবহার নিয়ে মানসিক চাপ । স্ত্রীর সঙ্গে সম্পর্ক উন্নতির দিকে, সন্তানের পড়াশুনার জন্য খরচ বাড়তে পারে । বাড়তি কোনও খরচ ব্যপারে চিন্তা । শরীরের কোনও ক্ষত ব্যপারে ডাক্তারের খরচ বৃদ্ধি ।
তুলা
সপ্তাহের প্রথম দিকে কোনও বাহিরের লোকের সঙ্গে বিবাদ নিয়ে একটু চিন্তা বাড়তে পারে , । স্ত্রী ও সন্তান নিয়ে ভ্রমনের আনন্দ বাড়তে পারে । ঠাকুরের পুজা পাঠের জন্য খরচ বৃদ্ধি । ব্যবসার দিকে খুব ভাল যাবে না । তাই অর্থ ব্যপারে একটু চাপ বাড়তে পারে । গুরুজনের সঙ্গে কোনও ছোট কারনে অশান্তির জন্য মন কষ্ট । বাড়িতে ভাই বা বোনের শরীর খারাপ হবার জন্য খরচ বাড়তে পারে ।
বৃশ্চিক
সপ্তাহের প্রথম দিকে শরীরের জন্য একটু অসুবিধা হতে পারে । বিদেশে উচ্চশিক্ষার সুযোগ মিলতে পারে । আবেগের জন্য বাড়িতে কোনও বিপদে পড়তে পারেন । ভাইবোনের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদে সম্পর্ক নষ্ট হতে পারে । মধ্যভাগে পেটের যন্ত্রনাতে কর্মে ক্ষতি । পড়ার লোকের কাঠি দেবার জন্য বাড়িতে অশান্তি । স্ত্রীর জন্য কোনও বিপদ থেকে উদ্ধার । কোন মহিলার জন্য কিছু অর্থ নষ্ট । ব্যবসার দিকে ভাল ।
ধনু
বক্তা হিসাবে খুব সুনাম পাবেন । সম্পত্তি ক্রয়-বিক্রয়ে জন্য ভাল সময় । কিন্তু বাড়িতে সম্পত্তি নিয়ে খুব অশান্তি হতে পারে । সন্তানের জন্য পড়াশুনার ব্যপারে চিন্তার পরিমাণ বাড়তে পারে । আইনজীবীদের শুভ সময় । বুদ্ধির ভুলের জন্য কোনও কাজ হাতছাড়া হতে পারে । চাকুরীর স্থানে কোনও মহিলার সাথে বিবাদ হতে পারে । বন্ধুর দ্বারা বিপদ থেকে উদ্ধার । স্ত্রীর সঙ্গে অপর ব্যক্তি নিয়ে অশান্তি ।
মকর
সপ্তাহের প্রথম দিকে বুদ্ধির ও পরিকল্পনা ভুলের জন্য কর্ম স্থানে উচ্চব্যক্তির কাছে অপমান । বিচার বিভাগের সাথে যুক্ত ব্যক্তির ভাল সমায় । ফাটকা কোন ব্যবসায় লাভ । বাড়িতে কোনও অতিথির সঙ্গে বিবাদ , পিতা ও মাতার শরীর নিয়ে চিন্তার কারন । অংশীদারি ব্যবসায় ভাল লাভ আশা করায়ায় । প্রেমে প্রতারিত হতে পারেন । বাড়িতে খরচ নিয়ে স্ত্রীর সঙ্গে বিবাদ । কর্ম স্থানে সুনাম বৃদ্ধি ।
কুম্ভ
সপ্তাহের প্রথম দিকে শরীর নিয়ে কিছু সমস্যা থাকতে পারে । পেটের ব্যপারে ঠিক শান্তি পাবেন না । ব্যবসার জন্য ভাল খবর আসতে পারে । আবার যারা বিদেশে ব্যবসা করেন তাদের একটু সাবধান থাকা দরকার । বাড়িতে কোনও গুরুজনের শরীর নিয়ে চিন্তা ও খরচ বাড়তে পারে । মাতৃস্থানীয়া কোনও ব্যক্তির কাছে কোন কথার জন্য কষ্ট পেতে পারেন । কর্ম অতিরিক্ত পরিশ্রমের জন্য শরীর অসুস্থ হতে পারে ।
মীন
সপ্তাহের প্রথম দিকে অর্থ নিয়ে কিছু সমস্যা হতে পারে । অর্থ ব্যবস্থার জন্য কিছু ঋণ হতে পারে । সংসারের জন্য স্ত্রীর কিছু আলোচনা । কোনও উচ্চব্যক্তির সাহায্যে ব্যবসার দিকে বিপদ থেকে মুক্তি, সম্পত্তির ব্যপারে কোন আইনি জটিলতাতে পড়তে পারেন। মধ্যভাগে কিছু বন্ধুর ব্যবহারের মনের কষ্ট বাড়তে পারে, সমাজের কোনও কাজের জন্য খুব ভাল সুনাম লাভ করতে পারবেন। প্রেমের জন্য প্রচণ্ড মানসিক চাপ ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement