এক্সপ্লোর
Advertisement
সাপ্তাহিক রাশিফল
মেষ
আজ ব্যবসায় বিশেষ নজর থাকবে না এবং ব্যয় বেশি হবে । সন্তানদের নিয়ে একটু উদ্বিগ্নতা থাকবে । কারোর কাছ থেকে সু- পরামর্শ পেতে পারেন । সাংসারিক শান্তি বজায় থাকবে ।
বৃষ
আজ কর্মক্ষেত্রে কারোর অপর অভিমান হতে পারে । স্ত্রীর সঙ্গে মতান্তর হতে পারে । বাড়িতে প্রচুর অতিথি আসতে পারে । কোনও সৌখিন বস্তু কেনার জন্য টাকা পয়সা খরচ হতে পারে ।
মিথুন
কাজ দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা ব্যর্থ হয়ে যেতে পারে । পিতার শরীর নিয়ে ব্যস্ত হতে হবে । চাকুরীর ভাল সুযোগ আসতে পারে । মাঙ্গলিক কাজের জন্য কাউকে বুদ্ধির জোগান দিতে হতে পারে ।
কর্কট
সহকর্মীর হিংসার জন্য কর্ম স্থানে ঝামেলার সৃষ্টি হতে পারে । শেয়ারে ব্যবসার একটা সুযোগ নিতে পারেন । চলাফেরায় প্রচুর সাবধানতা অবলম্বন করুন । ভাই বোনদের থেকে ভাল কিছু আশা রাখতে পারেন ।
সিংহ
আজকের দিনটা ব্যবসার দিকে শুভ । সাহিত্যচর্চার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি অনুকূল । আগুনের কাজ খুব সাবধানে করুন বিপদের আশঙ্কা । ছেলেমেয়েদের জন্য চিন্তা থাকলে মিটে যাবে ।
কন্যা
সংসারে অযথা কথা না বলাই ভাল অশান্তি বাধতে পারে । কর্ম স্থানে শত্রু বৃদ্ধির হতে পারে । সঙ্গীতচর্চার জন্য দিনটি উপযুক্ত । মা-বাবার সঙ্গে যারা মতবিরোধ হওয়ায় মানসিক চাপ বৃদ্ধি ।
তুলা
তুলা – বিদ্যার্থীদের যে কোনও পরীক্ষায় শুভ ফল লাভ হতে পারে । অর্থ ব্যয় নিয়ে স্ত্রীর সাথে মতবিরোধ হতে পারে । চাকুরিতে বদলি হওয়ার যোগ আছে । রক্তচাপ জনিত সমস্যা দেখা দিতে পারে ।
বৃশ্চিক
স্বামী-স্ত্রীর মিলিত পরামর্শে ব্যবসায় উন্নতি । প্রেমে অশান্তির জন্য মনে শুন্যতা প্রকাশ পাবে । পাড়া প্রতিবেশীদের ফলে হেনস্থা হতে পারেন । ছেলে মেয়েদের নিয়ে সমাজে মুখ উজ্জ্বল হতে পারে ।
ধনু
সরকারি সংস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য সময় অনুকুল । বন্ধুর সকল যুক্তি না মানাই বুদ্ধি মানের কাজ হবে । গুরুজনদের কাছ থেকে প্রচুর স্নেহ পেতে পারেন । পায়ের ব্যাথায় ভোগান্তি ।
মকর
আজ যে কোনও কাজে নিজের বাকপটুতার জন্য সফলতা পাবেন । বন্ধুর দ্বারা উপকার পেতে পারেন । গুরুজনদের কথা মানলে ক্ষতির সম্ভবনা । নিজের শরীরের অপর বিশেষ নজর দিন ।
কুম্ভ
টাকা পয়সা বুঝে খরচ করুন আজ ব্যয় বহুল দিন । সংসারে কোনও দায়িত্ব থাকলে তাড়াতাড়ি সেরে ফেলুন । আজ নিয়মিত কাজে বাধা আসতে পারে । সন্তানের ব্যাপারে উদ্বিগ্নতা থাকবে ।
মীন
গান বাজনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের অনেক দূরে এগোনোর সময় । সুখ স্বাচ্ছন্দ্য সংসারে ফিরে আসার আশা রাখতে পারেন । বিপদে নিজের আত্মরক্ষা নিজেকেই করতে হবে । শারীরিক কমজোরি ।
জ্যোতিষ শ্রী জয়দেব
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement