এক্সপ্লোর
Advertisement
আপনার সাপ্তাহিক রাশিফল দেখুন
মেষ
সপ্তাহের প্রথম দিকে কর্ম নিয়ে চিন্তা বাড়তে পারে । তবে যারা ব্যবসা করেন তাদের জন্য ভাল খবর । শরীর নিয়ে চিন্তা ও খরচ বাড়তে পারে । গুরুজনের সাথে অশান্তি বাড়বে । বাড়িতে কোনও পশু পাখি নিয়ে শোকের ছেয়া নামতে পারে । অধস্তন কর্মী দ্বারা কোনও ভাল কাজ হতে পারে । চাকুরির স্থানে ভাল কাজের জন্য সুনাম বাড়তে পারে । বাড়িতে একটু বুদ্ধি করে ঝগড়া টি এড়িয়ে চলুন । কোনও অতিথির সাথে তর্ক বাঁধতে পারে । ব্যবসার দিকে সুনাম বৃদ্ধি ।
বৃষ
সপ্তাহের প্রথম দিকে আয়ব্য্যের সমতা ঠিক থকবে না । বাড়ির খরচ সর্বদা হাতের বাহিরে থাকবে । নিজের পাওনা আদায়ে জন্য একটু শক্তি খরচ করতে হবে । বাড়িতে স্বজন আসার জন্য কর্মে ব্যঘাত ঘটতে পারে , সপ্তাহের মধ্যভাগে সব অশুভ জিনিষ গুলি একটু একটু কাটতে থকবে । পড়াশুনাতে খুব ভাল ফল পাবেন । বাড়ির বাহিরের ঝগড়া ঘরে আসতে পারে । স্ত্রীর শরীরের ব্যপারে চিন্তা করুন । শেষের দিকে চাকুরীর স্থেনে বিবাদ থেকে সাবধান । বিবাহ ব্যপারে চাপ আসতে পারে ।
মিথুন
এসপ্তাহে শরীর নিয়ে খুব একটা চিন্তা থকবে না , তবে পেটের সমস্যা বাড়তে পারে । ছোট বাচ্ছাদের পড়াশুনাতে মন বসবেনা । বাড়িতে কোনও বড় আনন্দের খবর আসতে পারে । দূরের কোনও বন্ধুর জন্য চিন্তা বাড়তে পারে । রাস্তায় কোনও অচেনা লোকের জন্য বিপদে পরতে পারেন । ভাই –বোনের অসান্তির জন্য পাড়ার লোকেরা সুযোগ নেবে । সম্পতি কেনার জন্য ভাল সময় আসছে । স্ত্রীর মনের কষ্ট দেখার চেষ্টা করুন । । ব্যবসার দিকে ভাল যোগাযোগ আসতে পারে ।
কর্কট
শরীর খারাপ না থাকলেও মনের দিক দিয়ে ক্লান্ত অনুভাব করবেন । যেমন আয় বাড়বে ঠিক ব্যয় ও ঠিক তার সাতে থাকবে প্রচুর । বিলাসিতাতে খরচ বাড়বে বেশি । ঘরের ঝগড়া বাহিরে বেশি বলবেন না লোক সুযোগ নেবে । পছন্দমতো কোনও বন্ধুর সাথে পাওয়াতে মনের আনন্দ । বিবাহ জীবনে কোন অচেনা অশান্তি আসতে পারে । ব্যবসার জন্য বাড়তি বিনিযগ করতে পারেন । সমাজে সুনাম বাড়বে
সিংহ
সপ্তাহের প্রথম দিকে শরীর নিয়ে চিন্তা বাড়বে । রক্ত চাপ বাড়তে পারে । ডাক্তারের ব্যপারে কোনও ভুল হতে পারে । কথাবার্তা খুব বুঝে বলবার চেষ্টা করুন । ব্যবসার দিকে কোনও মহিলার সাথে বিবাদ বাঁধতে পারে বন্ধুর দ্বারা কোনও ভাল উপকার আসতে পারে ।কাজের চাপ বাড়তে পারে । ছোট বাচ্ছাদের চঞ্চলতা আগের থেকে আর বেরে যাবে । মধ্য ভাগে সব দরকারি কাজ গুল শেষ করুন । স্ত্রীর সাথে ভুল বোঝাবুঝি । শেষের দিকে সন্তান নিয়ে কোনও চিন্তা বাড়তে পারে ।
কন্যা
শরীরের দিকে কোনও অঙ্গের যন্ত্রনা বাড়তে পারে । সন্তানের ভুল চিকিৎসার জন্য নাজেহাল হতে হবে ও খরচ বৃদ্ধি পাবে । বাড়ির অসান্তির দিকে বেশি নজর দেবেন না । স্ত্রীর সাথে আলোচনা করে তবে কোনও সিদ্ধান্ত গ্রহন করুন । এসপ্তাহে অপরের দ্বারা কোনও উপকার পেতে পারেন । প্রেমের ব্যপারে কোনও ঝামেলা বাড়তে দেবেন না । মধ্য ভাগে কোনও বিশেষ কাজে বাহিরে যেতে হতে পারে । ব্যবসা ভাল যাবে। বাড়িতে অনেক অতিথি আসতে পারে । খরচের ব্যপারে চিন্তা বৃদ্ধি ।
তুলা
সপ্তাহের প্রথম দিকে কোনও ভাল কাজের জন্য পুরস্কার পেতে পারেন । কর্ম স্থানে সাহসের সঙ্গে কোনও পদক্ষেপ গ্রহণ করুন ভাল লাগবে । কোনও বন্ধুর জন্য গর্ভ বোধ হবে । দূরে ভ্রুমনের আলোচনা এখন একটু স্থির রাখুন । কাউকে কথা দিয়ে কথা রাখতে পারবেন না আপনার নির্দেশ ভাল হবার জন্য কর্ম স্থানে সুনাম বাড়তে পারে । নতুন প্রেমের বার্তা আসতে পারে ।
বৃশ্চিক
সম্পত্তি নিয়ে কোনও বিবাদ বাঁধতে পারে গুরু জনের সাথে ।মাথা ঠাণ্ডা রেখে এসপ্তাহে সকল কাজ করতে হবে নাহলে বিপদ বাড়তে পারে । কোনও নতুন খবর মনে আনন্দ বারাতে পারে । মধ্য ভাগে কোনও ভাল আশা পুরন হতে পারে । ধিরে চলাফেরা করুন রক্ত চাপ বাড়তে পারে । সন্তানের কাজের ব্যপারে চেষ্টা । অপর কাউকে নিয়ে সংসারে অশান্তি বাড়বে ।গান নিয়ে যারা চর্চা করেন তাদের ভাল সুয়গ আসছে ।
ধনু
শরীর খারাপ না থাকলেও মনের দিক দিয়ে ক্লান্ত অনুভাব করবেন । যেমন আয় বাড়বে ঠিক ব্যয় ও ঠিক তার সাতে থাকবে প্রচুর । বিলাসিতাতে খরচ বাড়বে বেশি । ঘরের ঝগড়া বাহিরে বেশি বলবেন না লোক সুযোগ নেবে । পছন্দমতো কোন বন্ধুর সাথে পাওয়াতে মনের আনন্দ । বিবাহ জীবনে কোনও অচেনা অশান্তি আসতে পারে । ব্যবসার জন্য বাড়তি বিনিযগ করতে পারেন । সমাজে সুনাম বাড়বে । । প্রেমের ব্যপারে গুরুজনের সাথে বিবাদ ।
মকর
সপ্তাহের প্রথম দিকে কোনও লেন দেনের ব্যপারে মনের ভিতর আস্থিরতা কাজ করবে । সন্তানের ব্যপারে খরচ বাড়তে পারে । অর্থ ভাগ্য মধ্যম প্রকার সঞ্চয় খুব ভাল হবেনা । ব্যবসা দিকে একটু মনোযোগ দিন । শেয়ার ব্যবসায় টাকা বুঝে লাগাবেন । স্ত্রীর সাথে বিবাদ মিটে যেতে পারে । অজানা চাপ একটা মনের ভিতর থকবে । মাবাবার সাথে সপ্তাহটি খুব আনন্দে কাটবে । বন্ধুর কোনও কাজের জন্য কিছু লাভ হতে পারে ।
কুম্ভ
সপ্তাহের প্রথম দিকে শরীর নিয়ে একটু সমস্যা বাড়তে পারে । মধ্য ভাগে বকেয়া কাজ গুলো করুন । সমাজের কোনও ভাল কাজ করবার সন্মান বাড়তে পারে । ব্যবসার জন্য নতুন করে অর্থ বিনিযগ করবেন না । কোনও ফটকা স্থান থেকে আয় বাড়তে পরে । সংসারের কোনও কাজে গাফিলটির জন্য স্ত্রীর সাথে বিবাদ । দূরে কোনও বন্ধুর বাড়িতে যাবার আলোচনা । গৃহ নির্মাণর জন্য বাড়িতে প্রস্তুতি । ডাক্তার খরচ বাড়তে পারে ।
মীন
সপ্তাহের প্রথম দিক কোনও শত্রুর সাথে অশান্তি নিয়ে শুরু হতে পারে । বাড়িতে কোনও বন্ধুর জন্য নিজেদের ভিতর অশান্তি আসতে পারে । সপ্তাহের মধ্য ভাগে সকল দরকারি কাজ গুলো করুন । সম্পতি নিয়ে পিতা মাতার সাথে অশান্তি প্রতিবেশীর ভাল হয়ে দাঁড়াবে । কোনও উচ্চপদস্থ ব্যক্তির জন্য কর্ম স্থানে ঝঞ্ঝট মুক্ত । ব্যবসার স্থানে কর্মচারী নিয়ে কোনও বিবাদ বাঁধতে পারে । সন্দেহর কারনে স্বামী স্ত্রী অশান্তি । বাড়তি অনেক খরচ নিয়ে সংসারে অশান্তি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement