মুখ্যমন্ত্রীর হাতে থাকা স্বাস্থ্য দফতরের সচিব বদল
রাজ্যের স্বাস্থ্য সচিবের পদে বদল।
কলকাতা: রাজ্যের স্বাস্থ্য সচিবের পদে বদল। সরানো হল বিবেক কুমারকে। নাবন্ন সূত্রের খবর অনুযায়ী তাঁর পরিবর্তে রাজ্যের স্বাস্থ্য সচিবের পদে স্থলাভিষেক হচ্ছে আইএএস নারায়ণ স্বরূপ নিগমের। বিবেক কুমারকে বদলি করা হচ্ছে পরিবেশ দফতরে। অন্যদিকে পরিবহণ দফতর থেকে মুখ্যমন্ত্রীর হাতে থাকা স্বাস্থ্য দফতরে নিয়ে আসা হচ্ছে নারায়ণ স্বরূপ নিগমকে।
সূত্রের খবর, করোনা পরিস্থিতিতে রাজ্যের স্বাস্থ্য দফতরের ভূমিকায় সন্তুষ্ট ছিল না নবান্ন। চিকিৎসক, নার্স সহ স্বাস্থ্য কর্মীরা একাধিকবার অভিযোগ করেছেন, তাঁদের পর্যাপ্ত নিরপত্তা দেওয়া হচ্ছে না। মহামারী কোভিড-১৯-এর বিরুদ্ধে লড়তে যে পরিমাণ পিপিই কিট, মাস্ক ও সুরক্ষা সরঞ্জামের প্রয়োজন, বিবেক কুমারের দফতর তা বন্দোবস্ত করতে পারেনি। যার ফলে রাজ্যের একাধিক হাসপাতালে আক্রান্ত হয়েছেন প্রথম সারির করোনা যোদ্ধারা। কলকাতায়ই করোনায় চিকৎসকের মৃত্যুর ঘটনা ঘটেছে। একাধিক মেডিক্যাল কলেজে করোনায় আক্রান্ত হয়েছেন নার্সরা। এই পরিস্থিতিতে বিরোধীরাও সরকারের ওপর চাপ তৈরি করছিল। এরই মধ্যে মঙ্গলবার রাজ্যের স্বাস্থ্য দফতরের সচিব থেকে সরিয়ে দেওয়া হল বিবেক কুমারকে।
সূত্রের খবর, শুধু রাজ্যের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করাই নয়, করোনা নিয়ে কেন্দ্রে এবং রাজ্যের তথ্যগত অসঙ্গতিও বিবেক কুমারের বদলির অন্যতম কারণ হতে পারে বলে মত ওয়াকিবহালমহলের। নবান্ন সূত্রের খবর, বারংবার এই বিষয়ে বিবেক কুমারের দফতরকে জানানো হলেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে স্বাস্থ্য দফতর।