এক্সপ্লোর
৫০০ টাকার নোট নিতে অস্বীকার ওষুধের দোকানের, আরজিকর-এ মৃত্যু রোগীর
![৫০০ টাকার নোট নিতে অস্বীকার ওষুধের দোকানের, আরজিকর-এ মৃত্যু রোগীর Youth Death Medicine Shop Booked For Refusing To Take Rs 500 Note At Kolkata ৫০০ টাকার নোট নিতে অস্বীকার ওষুধের দোকানের, আরজিকর-এ মৃত্যু রোগীর](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/11/17233925/r-g-kar-patient-died.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: কেন্দ্রের নির্দেশ অমান্য করে অচল পাঁচশো টাকা না নেওয়ার অভিযোগ। ওষুধ না পেয়ে মৃত্যু, দাবি পরিবারের। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত আরজিকর হাসপাতাল চত্বর।
দু’দিন আগেই কেন্দ্র জানিয়েছিল, ৫০০ ও ১০০০ টাকার নোট নিতে হবে সব ওষুধের দোকানকে। কিন্তু সেই নোটই প্রত্যাখ্যানের অভিযোগ উঠল কলকাতায়! যার জেরে এক রোগীর মৃত্যু হল বলে দাবি পরিবারের!
বৃহস্পতিবার সকালে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় চিতপুর থানা এলাকার ঘোষবাগানের বাসিন্দা এক কিশোরকে। বিকেলে জরুরি বিভাগের উল্টো দিকে একটি বেসরকারি ওষুধের দোকানে, ওষুধ কিনতে যায় পরিজনরা। অভিযোগ, ৫০০ টাকার নোট নিতে অস্বীকার করে, ওষুধ না দিয়ে তাঁদের ফিরিয়ে দেওয়া হয়। এরপর সন্ধে ছ’টা নাগাদ মারা যায় বছর ষোলোর শিবা দাস।
৫০০ টাকার নোট না নেওয়ার অভিযোগ তুলেছেন অন্যান্য রোগীর আত্মীয়রাও। যদিও অভিযুক্ত ওষুধের দোকানের তরফে দাবি করা হয়েছে, তাদের কাছে সেই সময় ৫০০ টাকা খুচরো ছিল না। ধারে ওষুধ নিয়ে যাওয়ার প্রস্তাব দিলেও তা ফিরিয়ে দেন রোগীর আত্মীয়রা।
প্রতিবাদে রাতে আরজিকরের জরুরি বিভাগের সামনে বিক্ষোভ দেখায় মৃত কিশোরের পরিবার। তাদের দাবি, বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)