এক্সপ্লোর
জাকারিয়া স্ট্রিটের জহুরি বাজারে রত্ন ব্যবসায়ী খুনে পরিচিতের হাত?

কলকাতা: জাকারিয়া স্ট্রিটের জহুরি বাজারে রত্ন ব্যবসায়ী মহম্মদ সেলিম খুনে নয়া তথ্য। পুলিশ সূত্রে খবর, সম্প্রতি এক পার্টির সঙ্গে ব্যবসা সংক্রান্ত বিষয়ে চুক্তি হয় তাঁর। এই পার্টি বড় অঙ্কের টাকা সেলিমকে দিয়েছিল বলেও দাবি তদন্তকারীদের। গতকাল রাতে একবালপুর এলাকায় তল্লাশি চালায় পুলিশ। সূত্রের খবর, ঘটনার পিছনে একটি ডাকাত দলকে সন্দেহ করছেন তাঁরা। লুঠের উদ্দেশ্যেই ব্যবসায়ী মহম্মদ সেলিমকে খুন করা হয়েছিল বলে অনুমান পুলিশের। তবে দুষ্কৃতীদের পিছনে অন্য কেউ রয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।সোমবার রাতে দোকান থেকে ওই ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার হয়। শ্বাসরোধ করে তাঁকে খুন করা হয়েছে বলে দাবি পুলিশের।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















