SSR Death CBI Investigation LIVE: ফের সিবিআই জেরার মুখে সিদ্ধার্থ পিঠানি, কুপার হাসপাতাল ও মুম্বই পুলিশকে নোটিস মহারাষ্ট্র মানবাধিকার কমিশনের
Sushant Singh Death Case CBI Investigation LIVE Updates: সুশান্তের মৃত্যুর পর নিজেকে অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু বলে দাবি করা সন্দীপ সিংহকে নিয়ে রহস্যের জট বেঁধেছে...
LIVE

Background
মুম্বই: সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য জটিল থেকে জটিলতর হয়ে উঠছে! আজ বুধবার, তদন্তের ষষ্ঠ দিনে সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি সুশান্তের রুম মেট সিদ্ধার্থ পিঠানি। প্রসঙ্গত গত কয়েকদিন ধরেই সিদ্ধার্থকে লাগাতার জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।
অন্যদিকে, কীভাবে রিয়াকে মর্গে ঢোকার অনুমতি দেওয়া হল, সে সম্পর্কিত তথ্য জানতে চেয়ে কুপার হাসপাতাল ও মুম্বই পুলিশকে নোটিস দিয়েছে মহারাষ্ট্র মানবাধিকার কমিশন।
গতকাল, সুশান্তের পরিচারক নীরজ ও কেশব, সুশান্তের বন্ধু সিদ্ধার্থ পিঠানি, প্রাক্তন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট রজত এবং বর্তমান অ্যাকাউন্ট্যান্ট সন্দীপ শ্রীধরকে মুখোমুখি মুখোমুখি জেরা করে সিবিআই।
এদিকে, সুশান্তের মৃত্যুর পর নিজেকে অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু বলে দাবি করা সন্দীপ সিংহকে নিয়ে রহস্যের জট বেঁধেছে।
আবার, সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে এবার তদন্তে নামছে আরেক কেন্দ্রীয় সংস্থা নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। ইডি সূত্রে দাবি, গত কয়েকদিনের জিজ্ঞাসাবাদে মাদক-সংক্রান্ত কিছু তথ্য উঠে এসেছে। তা-ই খতিয়ে দেখবে এনসিবি।
সুশান্ত সিংহের অ্যাকাউন্টের আর্থিক লেনদেন সম্পর্কিত তদন্তে এবার শ্রুতি মোদির সহযোগী জয়া শাহকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রের খবর, সুশান্ত সিংহের অ্যাকাউন্ট থেকে ৬২ লক্ষ টাকা কোয়ান ট্যালেন্ট ম্যানেজমেন্ট নামক সংস্থার অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল। সেখান থেকে আবার ওই টাকা রিয়া ও সৌভিকের অ্যাকাউন্টে চলে যায়। এই কোয়ান ট্যালেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কনসালটিং ম্যানেজার হলেন জয়া শাহ। তাই তাঁকে তলব করে প্রশ্ন করতে চায় ইডি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
