Ceasefire Violation: নিয়ন্ত্রণরেখা বরাবর রাতভর পাক সেনার গোলা বর্ষণ, পুঞ্চে ক্ষয়ক্ষতি প্রচুর, পাল্টা জবাব ভারতীয় সেনাবাহিনীর
Operation Sindoor: অপারেশন সিঁদুরের পর থেকেই নিয়ন্ত্রণরেখা বরাবর বিভিন্ন সেক্টরে ক্রমাগত গোলা বর্ষণ করছে পাকিস্তানি সেনা। নিরাপত্তার জন্য খালি করা হচ্ছে। গ্রাম। বাসিন্দাদের নিয়ে যাওয়া হচ্ছে অন্যত্র।

Ceasefire Violation: 'অপারেশন সিঁদুর'- এর পাল্টা জবাব দিতে গিয়ে মরিয়া হয়ে পড়েছে পাকিস্তান। পুঞ্চ সেক্টরে ভারী গোলাবর্ষণ করেছে পাকিস্তানি সেনাবাহিনী। খবর পাওয়া যাচ্ছে, পাক গোলা বর্ষণে অন্তত ১৩ জন নাগরিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৪৪ জন। শুধু পুঞ্চ নয়, নিয়ন্ত্রণরেখা বরাবর সীমান্তের একাধিক সেক্টরে গোলা বর্ষণ করেছে পাক সেনা। আর তার জেরেই সাধারণ বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে নিরাপদে স্থানে। ভিটেমাটি ছেড়ে চলে যেতে হচ্ছে তাঁদের। অনেকেরই বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইটের দেওয়ালে দেখা গিয়েছে গর্ত। অনেক জায়গায় ভেঙে গিয়েছে বাড়ির অংশ।
ভারতের হামলায় ইতিমধ্যেই দিশাহারা পাকিস্তান। অপারেশন সিঁদুরের পর লজ্জা ঢাকতে ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের। নিয়ন্ত্রণরেখা বরাবর রাতভর গুলি চালিয়েছে পাক সেনা। কুপওয়াড়া, বারামুলা, উরি, আখনুর এলাকায় আর্টিলারি গান থেকে টানা গুলিবর্ষণ। পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনীও। এই নিয়ে টানা দু’ সপ্তাহ ধরে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করছে পাক সেনা। শিয়ালকোট-ছাম্ব সেক্টর লাগোয়া এলাকার সমস্ত গ্রাম খালি করা হয়েছে। এলাকার সমস্ত সেনা চৌকি, পুলিশ স্টেশন ও হাসপাতালকে সতর্ক করা হয়েছে। পহেলগাঁও, আখনুর, পুঞ্চ সেক্টরেও জারি রয়েছে সতর্কতা। পহেলগাঁওয়ে প্রত্যাঘাতের সঙ্গে সঙ্গে তল্লাশি অভিযানও জারি রেখেছে সেনা।
নির্লজ্জ পাকিস্তান। ভারত যেখানে টার্গেট করে জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে, সেখানে নিরস্ত্র, নিরীহ ভারতীয় নাগরিকদের টার্গেট করছে পাক সরকার। পাক সেনার ছোড়া গোলায় ভেঙে পড়েছে পুঞ্চের গুরুদ্বার। ক্ষতিগ্রস্ত গীতা ভবনও। পুঞ্চ শহরে এমন হামলা এই প্রথম। স্থানীয়দের প্রশ্ন, ভারতের প্রত্যাঘাতে টার্গেট করা হয়েছিল জঙ্গিদের, তাহলে পাক গোলায় কেন মরতে হচ্ছে নিরপরাধ নাগরিকদের? বিদেশ মন্ত্রক সূত্রে, এখনও পর্যন্ত অন্তত ৫০ জনের বেশি নাগরিকের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে বিভিন্ন সেক্টরে পাক সেনার গোলা বর্ষণের ফলে। পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনীও। ১০ পাক সেনার মৃত্যুর খবর পাওয়া গিয়েছে এখনও পর্যন্ত। পুঞ্চের মতো উরি সেক্টরেও হামলা চালিয়েছে পাক সেনা।
পহেলগাঁও-এ বেছে বেছে হিন্দু নিধনের বদলায় 'অপারেশন সিঁদুরে' বেছে বেছে জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে ভারত। ৯টি জায়গায় ২৪ বার মিসাইল হামলা। ২৫ মিনিটেই খেল খতম! সূত্রের খবর, মঙ্গলবার গভীর রাতে রাফাল থেকে স্ক্যাল্প মিসাইল ছুড়ে জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে বায়ুসেনা। প্রত্যাঘাতে ব্যবহার করা হয় হ্যামার স্মার্ট বম্ব। সঙ্গে ছিল 'কামিকাজে ড্রোন'।






















