আজ গুরু পূর্ণিমায় উপচ্ছায়া চন্দ্রগ্রহণ, জানুন এর মাহাত্ম্য কী?
এই নিয়ে পরপর তিন বছর এমন হল, যে আষাঢ় মাসের পূর্ণিমার দিন চন্দ্রগ্রহণ হল..
নয়াদিল্লি: আজ গুরু পূর্ণিমা। আজ উপচ্ছায়া চন্দ্রগ্রহণ প্রত্যক্ষ করল বিশ্ববাসী। এটি বছরের তৃতীয় গ্রহণ। এর আগে, ৫ জুন বছরের প্রথম গ্রহণ হয়। সেটিও ছিল চাঁদের উপচ্ছায়া গ্রহণ। এরপর ২১ জুন বিশ্ব প্রত্যক্ষ করেছিল বলয়গ্রাস সূর্যগ্রহণ। আজকের গ্রহণটি বছরের তৃতীয়। একইসঙ্গে দ্বিতীয় উপচ্ছায়া চন্দ্রগ্রহণ।
এই চন্দ্রগ্রহণের মাহাত্ম্য কোথায়?আজ ৫ জুলাই, আষাঢ় মাসের পূর্ণিমা। একইসঙ্গে আজকের দিনটি গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা হিসেবেও পালিত। এই নিয়ে পরপর তিন বছর এমন হল, যে আষাঢ় মাসের পূর্ণিমার দিন চন্দ্রগ্রহণ হল। এর আগে, ২০১৮ ও ২০১৯ সালেও একইভাবে আষাঢ়ি পূর্ণিমার দিন চন্দ্রগ্রহণ ঘটেছিল।
উপচ্ছায়া চন্দ্রগ্রহণ কী ?
চাঁদ যদি পৃথিবীর মূল ছায়াস্থলের (আম্ব্রা) মধ্য দিয়ে পার করে, তাহলে পূর্ণ বা আংশিক চন্দ্রগ্রহণ হয়। পৃথিবী থেকে চাঁদের পুরোটা বা আংশিক অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে।
কিন্তু, উপচ্ছায়া চন্দ্রগ্রহণের ক্ষেত্রে চাঁদ পৃথিবীর ছায়ার বাইরের অংশ (পেনাম্ব্রা) দিয়ে পার করে। এক্ষেত্রে, চাঁদের ঔজ্জ্বল্য কিছুটা কমে যায় মাত্র। তবে চাঁদ ভালভাবেই দেখা যায়।
সময় ও দর্শন
ভারতীয় সময় অনুযায়ী, গ্রহণ শুরু হয় সকাল ৮.৩৮ মিনিটে। শেষ সকাল ১১টা ২১ মিনিটে। তাই, যেহেতু তা দিনের বেলা, ভারত থেকে তা প্রত্যক্ষ করা যায়নি। তবে, অস্ট্রেলিয়া থেকে শুরু করে ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন অঞ্চল থেকে তা দেখা মিলেছে।