এক্সপ্লোর
Advertisement
‘ছপাক’-এর ট্রেলার মুক্তি অনুষ্ঠানে কেঁদে ফেললেন দীপিকা
প্রায় ২ বছর পার করে পর্দায় ফিরছেন দীপিকা। মুক্তির অপেক্ষায় তাঁর বহুচর্চিত ছবি ‘ছপাক’। মুক্তি পেল সত্যি ঘটনা অবলম্বনে তারি মেঘনা গুলজার পরিচালিত ‘ছপাক’-এর ট্রেলার।
মুম্বই: ২০১৮র জানুয়ারিতে মুক্তি পেয়েছিল ‘পদ্মাবত’। তারপর দীর্ঘবিরতি। এর মধ্যে আর মুক্তি পায়নি দীপিকা পাড়ুকোনের কোনও ছবি। প্রায় ২ বছর পার করে পর্দায় ফিরছেন দীপিকা। মুক্তির অপেক্ষায় তাঁর বহুচর্চিত ছবি ‘ছপাক’। মুক্তি পেল সত্যি ঘটনা অবলম্বনে তারি মেঘনা গুলজার পরিচালিত ‘ছপাক’-এর ট্রেলার। অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী অগ্রবালের জীবনের উপর তৈরি এই ছবিটিতে দীপিকার বিপরীতে আছেন বিক্রান্ত মেসি। ছবিতে তাঁর চরিত্রটির নাম মালতী। লক্ষ্মীর ভূমিকায় দীপিকার ফার্স্ট লুক প্রকাশিত হওয়া থেকেই চর্চার কেন্দ্রে মেঘনা গুলজারের এই ছবিটি। আজ বিশ্ব মানবাধিকার দিবসে মুক্তি পেল ছবিটির ট্রেলর।
এই ছবিটির জন্য অ্যাসিড আক্রান্ত মালতীর চরিত্রের মধ্যে ঢোকার চেষ্টা করেছেন দীপিকা। চরিত্রটির মধ্যে দীপিকা এতটাই মিলেমিশে গিয়েছিলেন যে, ট্রেলর মুক্তি অনুষ্ঠানেই আবেগতাড়িত হয়ে পড়লেন তিনি, কেঁদে ফেললেন মঞ্চেই। দীপিকা বললেন, খুব কম ক্ষেত্রেই আমরা এমন চরিত্র পাই, যা অন্তরকে প্রভাবিত করে। এই ছবি অ্যাসিড অ্যটাকের ঘটনা নিয়ে নয়, বরং এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ও এক যুদ্ধজয়ের গল্প। আমার সৌভাগ্য যে, লক্ষ্মীর সঙ্গে দেখা করার সুযোগ হয়েছে আমার।
লক্ষ্মীর সঙ্গে সাক্ষাতের কথা বলতে গিয়ে তিনি বলেন, এই প্রথম তিনি এমন এক ভূমিকায় অভিনয় করছেন, যা এমন এক চরিত্রনির্ভর, যিনি তাঁর সামনে দাঁড়িয়ে আছেন।
ছবিতে বিক্রান্তও যে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন, তা বোঝা যাচ্ছে ট্রেলর দেখেই। এই ছবিই হয়ে উঠতে পারে বিক্রান্তের জীবনে মাইলফলকর ছবি। ২০২০র ১০ জানুয়ারি মুক্তি পাবে ছবিটি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement