Judge Designates Oath: সুপ্রিম কোর্টের ইতিহাসে এই প্রথম, একসঙ্গে ৯ জন বিচারপতি হিসেবে শপথ নেবেন
আগামীকাল, মঙ্গলবার তিন মহিলা বিচারপতি সহ মোট নয় জন সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ নেবেন।
নয়া দিল্লি : আগামীকাল, মঙ্গলবার তিন মহিলা বিচারপতি সহ মোট নয় জন সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ নেবেন। দেশের প্রধান বিচারপতি এন ভি রমনা তাঁদের শপথ গ্রহণ করাবেন। শীর্ষ আদালতের ইতিহাসে এই প্রথম নয় জন বিচারপতি একযোগে শপথ নেবেন। এই শপথ গ্রহণ অনুষ্ঠান হবে সুপ্রিম কোর্টের অ্যাডিশনাল বিল্ডিং কমপ্লেক্সের অডিটোরিয়ামে। ঐতিহ্যগতভাবে, সিজেআই -এর কোর্ট রুমে নতুন বিচারপতিদের শপথ গ্রহণ করানো হয়।
মঙ্গলবার নয় জন নতুন বিচারপতির শপথ গ্রহণের সাথে সাথে প্রধান বিচারপতি সহ সুপ্রিম কোর্টের মোট বিচারপতির সংখ্যা বেড়ে দাঁড়াবে ৩৩ জন। অনুমোদন রয়েছে ৩৪ জনের। শীর্ষ আদালতের জনসংযোগ অফিসের তরফে এক প্রেস বিবৃতিতে বলা হয়েছে, ভারতের সুপ্রিম কোর্টের ইতিহাসে এই প্রথম এক সঙ্গে নয় জন বিচারপতি শপথ নেবেন। অন্য একটিতে, অনুষ্ঠানের স্থানটি অডিটোরিয়ামে স্থানান্তরিত করা হচ্ছে। কোভিড বিধি কঠোরভাবে মেনে চলা হবে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, শপথ গ্রহণ অনুষ্ঠানটি ডিডি নিউজ, ডিডি ইন্ডিয়ায় সরাসরি সম্প্রচার করা হবে । এছাড়া সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েব পোর্টালের হোম পেজেও লাইভ ওয়েবকাস্ট পাওয়া যাবে।
শীর্ষ আদালতের বিচারক হিসেবে যে নয় জন নতুন বিচারপতি শপথ নেবেন তাঁদের মধ্যে রয়েছেন- বিচারপতি অভয় শ্রীনিবাস ওকা (যিনি কর্ণাটক হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন), বিচারপতি বিক্রম নাথ (যিনি গুজরাট হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন) , বিচারপতি জিতেন্দ্র কুমার মহেশ্বরী ( সিকিম হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন), বিচারপতি হিমা কোহলি (তেলেঙ্গানা হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন) এবং বিচারপতি বিভি নাগরথনা ( কর্ণাটক হাইকোর্টের বিচারপতি ছিলেন)।
এঁরা ছাড়াও রয়েছেন- বিচারপতি সিটি রবিকুমার ( কেরালা হাইকোর্টের বিচারপতি ছিলেন), বিচারপতি এম এম সুন্দরেশ (মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি ছিলেন), বিচারপতি বেলা এম ত্রিবেদী (গুজরাট হাইকোর্টের বিচারপতি ছিলেন) এবং বিচারপতি পি এস নরসিংহ (একজন সিনিয়র অ্যাডভোকেট এবং প্রাক্তন অতিরিক্ত সলিসিটর জেনারেল ছিলেন)।