এখন থেকে ব্যাঙ্ক, রেল ও কেন্দ্রীয় সরকারি চাকরিতে অভিন্ন পরীক্ষা, ন্যাশনাল রিক্র্যুটমেন্ট এজেন্সি গঠনে সবুজ সঙ্কেত মোদি-মন্ত্রিসভার
যদি আপনি এমন পরীক্ষার্থী হন, যিনি রেল নিয়োগ বোর্ড(আরআরবি), স্ট্রাফ সিলেকশন কমিশন (এসএসসি) বা ব্যাঙ্কিং পরীক্ষায় (আইবিপিএস) বসার প্রস্তুতি নিচ্ছেন, তাহলে আপনার জন্য সুখবর!
![এখন থেকে ব্যাঙ্ক, রেল ও কেন্দ্রীয় সরকারি চাকরিতে অভিন্ন পরীক্ষা, ন্যাশনাল রিক্র্যুটমেন্ট এজেন্সি গঠনে সবুজ সঙ্কেত মোদি-মন্ত্রিসভার Common test for railway, bank, Central government jobs from 2021, Modi cabinet may take decision tomorrow এখন থেকে ব্যাঙ্ক, রেল ও কেন্দ্রীয় সরকারি চাকরিতে অভিন্ন পরীক্ষা, ন্যাশনাল রিক্র্যুটমেন্ট এজেন্সি গঠনে সবুজ সঙ্কেত মোদি-মন্ত্রিসভার](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/08/19134448/web-indian-rail-logo-180820.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: যদি আপনি এমন পরীক্ষার্থী হন, যিনি রেল নিয়োগ বোর্ড(আরআরবি), স্ট্রাফ সিলেকশন কমিশন (এসএসসি) বা ব্যাঙ্কিং পরীক্ষায় (আইবিপিএস) বসার প্রস্তুতি নিচ্ছেন, তাহলে আপনার জন্য সুখবর! এখন থেকে আপনাকে সম্ভবত ভিন্ন ভিন্ন পরীক্ষায় বসার আর প্রয়োজন হবে না।
আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক বসে। সেখানে এই সব পরীক্ষাকে এক ছাতার তলায় আনার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। পারে। অর্থাৎ, সব কেন্দ্রীয় পরীক্ষার জন্য হতে পারে কমন এন্ট্রান্স টেস্ট (সিইটি)। বৈঠকের পর সাংবাদিকদের এই কথা জানান কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর।
আজকের বৈঠকে ন্যাশনাল রিক্র্যুটমেন্ট এজেন্সি (এনআরএ) গঠনে অনুমোদন দিল মন্ত্রিসভা। এর ফলে আগামী বছর থেকেই নতুন নিয়মে একই পরীক্ষার মাধ্যমে সব কেন্দ্রীয় চাকরির জন্য আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা। সূত্রের খবর, সিইটি-র মাধ্যমে ২০২১ সাল থেকেই পরীক্ষা শুরু করার পরিকল্পনা রয়েছে মোদি সরকারের। কারণ, চলতি বছরের পরীক্ষার জন্য ইতিমধ্যেই আবেদন গ্রহণ শুরু হয়ে গিয়েছে।
তবে, এই সিইটি-র মাধ্যমে গ্রুপ-বি ও গ্রুপ-সি বিভাগেই কর্মী নিয়োগ করা হবে। সাধারণ ভাষায়, এই দুই বিভাগ নন-গেজেটেড। এই দুই বিভাগে কেন্দ্রীয় সূত্রে জানা গিয়েছে, বর্তমানে প্রতি বছর প্রায় ১ লক্ষ ২৫ হাজার সরকারি পদের জন্য পরীক্ষা গ্রহণ করা হয়। আনুমানিক ২.৫ কোটি পরীক্ষার্থী ফি বছর আবেদন করেন।
সূত্রের খবর, প্রথমদিকে বছরে স্রেফ একবার এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে, পরবর্তীক্ষেত্রে, প্রয়োজনে পরীক্ষার সংখ্যা বাড়ানো যেতে পারে। জানা গিয়েছে, নতুন ব্যবস্থায় একটিই রেজিস্ট্রেশন পোর্টাল করা হবে। তার মাধ্যমেই অনলাইনে পরীক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এর জন্য একবারই রেজিস্ট্রেশন করতে হবে পরীক্ষার্থীদের এবং একবারই রেজিস্ট্রেশন ফি দিতে হবে।
আরও জানা গিয়েছে, সব পরীক্ষার জন্য একটাই কমন সিলেবাস থাকবে। দেশের প্রতিটি জেলায় পরীক্ষাকেন্দ্র থাকবে। বয়সসীমার মধ্যে একজন পরীক্ষার্থী যতবার খুশি পরীক্ষায় বসতে পারবেন। পরীক্ষার্থীদের অভিযোগ, বিভিন্ন বোর্ডের নিজ নিজ পরীক্ষা নেওয়ার ফলে, অনেকক্ষেত্রে পরীক্ষার তারিখের সংঘাত দেখা দিত। যার জেরে পরীক্ষার্থীদের ক্ষতি হত।
কিন্তু, এখন, সেই সমস্যা আর থাকবে না। তিন নিয়োগের জন্য একটি অভিন্ন পরীক্ষা দিলেই হবে। পাশাপাশি, এতদিন আলাদা আলাদ পরীক্ষার জন্য পৃথকভাবে টাকা জমা দিতে হত পরীক্ষার্থীদের। কিন্তু, অভিন্ন পরীক্ষায় একবারই আবেদন ও টাকা জমা দিতে হবে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)