(Source: ECI/ABP News/ABP Majha)
করোনাভাইরাস: কীভাবে মাছি থেকেও ছড়াতে পারে সংক্রমণ, ভিডিও-বার্তায় বোঝালেন অমিতাভ, রিট্যুইট মোদির
গবেষণার রিপোর্ট প্রকাশিত হয়েছে চিকিত্সা সংক্রান্ত একটি আন্তর্জাতিক ম্যাগাজিন 'দ্য ল্যান্সেট'-এ
নয়াদিল্লি: মাছি থেকেও ছড়াতে পারে নোভেল করোনা ভাইরাস সংক্রমণ। চিনে এই বিষয়ের ওপর গবেষণা হয়েছে। সেই গবেষণার রিপোর্ট প্রকাশিত হয়েছে চিকিত্সা সংক্রান্ত একটি আন্তর্জাতিক ম্যাগাজিন 'দ্য ল্যান্সেট'-এ। ল্যান্সেট বিশ্বের সবথেকে পুরনো মেডিক্যাল ম্যাগাজিন। গবেষণায় বলা হয়েছে, মাছির মাধ্যমে করোনা-আক্রান্ত ব্যক্তির মল থেকে অন্য ব্যক্তির ওপর এই ভাইরাস সংক্রমিত হতে পারে। ম্যাগাজিনের ওই রিপোর্ট উদ্ধৃত করে ট্যুইট করেছেন অমিতাভ বচ্চন। সেখানে তিনি গবেষণাকে উল্লেখ করে বলেছেন, মানুষের শ্বাস-প্রশ্বাসের চেয়ে করোনাভাইরাস অনেকক্ষণ বেশি বেঁচে থাকতে পারে শরীর থেকে নিষ্ক্রমিত মলে। কোনও মাছি প্রথমে খোলা জায়গায় করোনা আক্রান্তের ত্যাগ করা মলের ওপর বসে সেখান থেকে কোনও খাবারের ওপর গিয়ে বসে, তাহলে ভাইরাস সংক্রমিত হতে পারে। অমিতাভের ওই ট্যুইট এরপর রিট্যুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।
T 3481 - A study in the @TheLancet shows that coronavirus lingers on human excreta much longer than in respiratory samples. Come on India, we are going to fight this! Use your toilet: हर कोई, हर रोज़, हमेशा । Darwaza Band toh Beemari Band! @swachhbharat @narendramodi @PMOIndia pic.twitter.com/VSMUHdjXKG
— Amitabh Bachchan (@SrBachchan) March 25, 2020