NATIONAL LIVE UPDATE করোনাভাইরাস: শনিবার মধ্যরাত থেকে রবিবার রাত ১০টা চলবে না কোনও যাত্রী ট্রেন
LIVE
Background
মুম্বই ও নয়াদিল্লি: করোনা-আতঙ্কে বড় সিদ্ধান্ত মহারাষ্ট্রে সরকারের। আগামী ৩১ মার্চ পর্যন্ত রাজধানী মুম্বই সহ চারটি শহরে সম্পূর্ণ লকডাউন করে দেওয়া হয়েছে। মুম্বই ছাড়াও যেখানে এই লকডাউন হয়েছে সেগুলি হল - পুণে, পিম্পরি চিঞ্চবাদ এবং নাগপুর। তবে, শুক্রবারের নমাজের জন্য কিছুটা শিথিল হবে নিয়ম।
গতকালই, জাতির উদ্দেশ্যে ভাষণে আগামী রবিবার 'জনতা কার্ফু' পালন করতে দেশবাসীকে আহ্বান করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঠিক তার পরের দিনই কার্যত 'কার্ফু' জারি করল মহারাষ্ট্র। উদ্ধব প্রশাসনের তরফে বলে দেওয়া হয়েছে, একান্ত প্রয়োজন না হলে বাড়ি থেকে বের হবেন না।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এই নিয়ম থেকে বাদ দেওয়া হয়েছে -- ব্যাঙ্ক, মুদির দোকান, ওষুধের দোকান, ক্লিনিক ও হাসপাতাল। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ট্রেন বাস আপাতত চলবে। গণ-পরিবহণ বন্ধ করা শেষ পদক্ষেপ। ইতিমধ্যেই, মুম্বইয়ের জনজীবনে ব্যাপক প্রভাব পড়েছে।
পুণে ও পিম্পরি-চিঞ্চবাদ থেকে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ আক্রান্ত হয়েছেন। এখনও পর্যন্ত করোনায় মহারাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৫২ জন। এদিনও তিন জন 'পজিটিভ' হয়েছেন। জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপ। তিনজন যথাক্রমে মুম্বই, পুণে ও পিম্পরি-চিঞ্চবাদের বাসিন্দা। সকলেই সম্প্রতি বিদেশ সফর সেরে এসেছেন।
করোনা-আতঙ্কে ত্রস্ত দিল্লি। বন্ধ করে দেওয়া হয়েছে সবকটি শপিং মল। বন্ধ সব হাট-বাজার। শুনসান মেট্রো স্টেশন। জনশুন্য বিমানবন্দর। বাদ দেওয়া হয়েছে শুধুমাত্র মুদি, সব্জি ও ওষুধের দোকান। টুইটারে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিবাল। সিএমও থেকে জানানো হয়েছে, এই নিয়ম অবিলম্বে কার্যকর করা হবে। উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া জানান, আইএনএ, পিতমপুরা ও জনকপুরীর হাট বন্ধ করে দেওয়া হবে। এছাড়া, বন্ধ করে দেওয়া হয়েছে হপ অন হপ অফ (হোহো) বাস পরিষেবা। এদিনই, দিল্লির সবকটি হাসাপাতালের সুপারদের সঙ্গে বৈঠক করেন কেজরিবাল।