করোনাভাইরাস: মধুচন্দ্রিমা সেরে মালয়েশিয়া থেকে ফিরেই হোম কোয়ারেন্টিনে বেলঘরিয়ার নবদম্পতি
নোভেল করোনা সংক্রমণ মোকাবিলায় রাজ্য সরকারের নির্দেশিকা জারির পর থেকেই জেলার ছবিটা বদলেছে
![করোনাভাইরাস: মধুচন্দ্রিমা সেরে মালয়েশিয়া থেকে ফিরেই হোম কোয়ারেন্টিনে বেলঘরিয়ার নবদম্পতি Coronavirus: Newlywed couple sent yo home quarantine after returning from honeymoon in Malaysia করোনাভাইরাস: মধুচন্দ্রিমা সেরে মালয়েশিয়া থেকে ফিরেই হোম কোয়ারেন্টিনে বেলঘরিয়ার নবদম্পতি](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/03/19203332/barasat-jn.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: মালয়েশিয়া ফেরত নবদম্পতিকে ঘিরে উত্তর ২৪ পরগনার বেলঘরিয়ায় করোনা সংক্রমণের আশঙ্কা। হোম কোয়ারেন্টিন থাকার পরামর্শ পুরসভার। দিনদুয়েক আগে মালয়েশিয়া থেকে মধুচন্দ্রিমা সেরে বেলঘরিয়ার বাড়িতে ফেরেন যুগল। সংক্রমণের আশঙ্কায় এদিন ওই পরিবারের সঙ্গে কথা বলেন কামারহাটির পুরসভার স্থানীয় তৃণমূল কাউন্সিলর ও পুর পারিষদ স্বাস্থ্য। নবদম্পতিকে বাড়িতে কোয়ারেন্টিন থাকার পরামর্শ দেওয়া হয়।
নোভেল করোনা সংক্রমণ মোকাবিলায় রাজ্য সরকারের নির্দেশিকা জারির পর থেকেই জেলার ছবিটা বদলেছে। বাড়ি থেকে কাজ চালানোর পরামর্শ দিয়েছে একাধিক সংস্থা। শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছুটি ঘোষণা করা হয়েছে। এই পরিস্থিতিতে বাড়ি থেকে যতটা সম্ভব কম বেরোচ্ছেন সাধারণ মানুষ।
বায়োমেট্রিক-হাজিরা বন্ধ হাওড়া পুরসভায়
করোনা সংক্রমণের আশঙ্কায় রেজিস্টারে সই করার পুরনো ব্যবস্থা চালু করার দাবি হাওড়া পুরসভার কর্মীদের। বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরার ক্ষেত্রে থাম্ব ইম্প্রেশন ব্যবহার করা হয়। সেক্ষেত্রে করোনা সংক্রমণের আশঙ্কা করছেন হাওড়া পুরসভার কর্মীরা। তাই রেজিস্টারে সই করার পুরনো ব্যবস্থা চালু করার দাবি জানিয়েছেন তাঁরা। পুর কমিশনার জানিয়েছেন, এখনই পুরনো ব্যবস্থা চালু করা সম্ভব নয়। থাম্ব ইম্প্রেশনের আগে-পরে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারে জোর দেওয়া হচ্ছে বলে তিনি জানিয়েছেন। হাওড়া পুরসভার ২০টি বায়োমেট্রিক মেশিনে প্রায় আড়াই হাজার কর্মী থাম্ব ইম্প্রেশনের মাধ্যমে হাজিরা দেন।
দুর্গাপুরে হোটেল-রেস্তোরাঁ শুনসান, স্থগিত মেয়র পারিষদের নাতির উপনয়ন
করোনা সংক্রমণের আশঙ্কায় দুর্গাপুরে হোটেল, রেস্তোরাঁ শুনসান। সিটি সেন্টার, বিধাননগর এই সমস্ত অঞ্চলে হোটেল ও রেস্তোরাঁ ব্যবসায়ীদের মাথায় হাত। ব্যবসায় মন্দা দেওয়ায় শঙ্কায় হোটেল-রেস্তোরাঁর কর্মীরাও। করোনা সংক্রমণ মোকাবিলায় আনন্দানুষ্ঠান স্থগিত রাখার সিদ্ধান্ত দুর্গাপুর পুরসভার মেয়র পারিষদের। আগামী ২ এপ্রিল মেয়র পারিষদ প্রভাত চট্টোপাধ্যায়ের নাতির উপনয়ন হওয়ার কথা ছিল। নিমন্ত্রণও সারা। কিন্তু করোনা আবহে দলনেত্রীর নির্দেশ মেনে আনন্দ অনুষ্ঠান স্থগিত রাখার সিদ্ধান্ত নেন মেয়র পারিষদ।
ব্যস্ত সময়ে ফাঁকা বারাসাত স্টেশন
কাজের দিনে, অফিসের ব্যস্ত সময়ে অনেকটাই ফাঁকা উত্তর ২৪ পরগনার বারাসাত স্টেশন। কড়া নজরদারি চালাচ্ছে রেল পুলিশ। যাঁরা বেরিয়েছেন, তাঁরাও সাবধানতা অবলম্বন করছেন। আজ থেকে ৩১ মার্চ পর্যন্ত বারাসাতে বিনোদন পার্ক সিরাজ উদ্যান বন্ধ রাখার সিদ্ধান্ত পুরসভার। বারাসাত ও মধ্যমগ্রামে বাড়তি সতর্কতা। দোকান-বিপণী খোলা থাকলেও, ভিড়ের চেনা ছবিটা উধাও। প্রবেশ দ্বারে কড়াকড়ি। রয়েছে শরীরের তাপমাত্রা স্ক্রিনিংয়ের ব্যবস্থা। স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে মলে ঢোকা বাধ্যতামূলক করেছে কর্তৃপক্ষ। কোনও কোনও মলে মাস্ক পরায় জোর। দিনে একাধিকবার মল জীবাণুমুক্ত করা হচ্ছে।
কার্শিয়ঙে বন্ধ বৃহস্পতিবারের হাট
দার্জিলিঙের কার্শিয়ঙে বন্ধ বৃহস্পতিবারের হাট। সংক্রমণ মোকাবিলায় জনসমাগম এড়াতে এই নির্দেশিকা জারি করেছে প্রশাসন।
আগামী ১৫ দিন বন্ধ চাকলার লোকনাথ মন্দির
করোনা সংক্রমণের আশঙ্কায় বন্ধ উত্তর ২৪ পরগনার দেগঙ্গার চাকলার লোকনাথ মন্দির। আগামী ১৫ দিন মন্দির বন্ধ থাকবে বলে ঘোষণা কর্তৃপক্ষের। আগাম না জানানোয় দুর্ভোগে দূরদূরান্ত থেকে আসা দর্শনার্থীরা।
মেদিনীপুর সদর ডাকঘরে বাধ্যতামূলক হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার
করোনা সংক্রমণ এড়াতে এবার মাস্ক পরে কাজ করতে দেখা গেল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। এই ছবি মেদিনীপুর সদর ডাকঘরের। পোস্ট অফিসে চলছে আধার কার্ড তৈরির কাজ। ফলে দিনভর মানুষের ভিড়। সংক্রমণ এড়াতে তাই মাস্ক পরে কাজ করছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। আধার কার্ডের জন্য ফিঙ্গার প্রিন্ট ও রেটিনার ছবি তোলার সঙ্গে সঙ্গে স্যানিটাইজার দিয়ে মেশিন মুছে ফেলা হচ্ছে। প্রতিবার হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের নির্দেশ। সংক্রমণ রুখতেই এই ব্যবস্থা, জানিয়েছেন পোস্ট অফিসের সিনিয়র পোস্ট মাস্টার।
দক্ষিণেশ্বরে গেরুয়া মাস্ক বিলি বিজেপির
করোনা সংক্রমণ রুখতে দক্ষিণেশ্বর স্টেশনে গেরুয়া রঙের মাস্ক বিলি করলেন বিজেপি কর্মীরা। এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। দক্ষিণেশ্বর স্টেশন চত্বরে গেরুয়া রঙের মাস্ক বিলি করেন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। মাস্ক বিলিতেও রাজনীতি, কটাক্ষ তৃণমূলের।
কোচবিহারের মদনমোহন মন্দিরে বন্ধ ভোগ বিতরণ
করোনা সংক্রমণ মোকাবিলায় সতর্কতা হিসেবে কোচবিহারের মদনমোহন মন্দিরে একাধিক নিষেধাজ্ঞা জারি। আজ থেকে মন্দিরে হাত ধুয়ে ঢোকার নির্দেশ পুণ্যার্থীদের। একসঙ্গে অঞ্জলি দিতে নিষেধ। বন্ধ ভোগ বিতরণ।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)