Maharashtra on Coronavirus : রাজ্যবাসীকে বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেবে মহারাষ্ট্র সরকার
গতকাল উপ মুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী অজিত পাওয়ার জানিয়েছেন, রাজ্যে ১৮ বছরের বেশি বয়সিদের বিনমূল্যে ভ্যাকসিন দেওয়া হবে।
মুম্বাই : দেশের মধ্যে বরাবরই সংক্রমণের নিরিখে শীর্ষে মহারাষ্ট্র। করোনা মোকাবিলায় একাধিক পদক্ষেপও নিয়েছে উদ্ধব সরকার। এবার আর একধাপ এগিয়ে রাজ্যবাসীকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার কথা ঘোষণা করল। আজ একথা জানান রাজ্যের মন্ত্রী নবাব মালিক।
তিনি জানান, রাজ্য মন্ত্রিসভার একটি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল উপ মুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী অজিত পাওয়ার জানিয়েছেন, রাজ্যে ১৮ বছরের বেশি বয়সিদের বিনমূল্যে ভ্যাকসিন দেওয়া হবে।
এজন্য টেন্ডার আহ্বান করা হবে। নবাব মালিক বলেন, অজিত পাওয়ার জানিয়েছেন সবথেকে ভালো এবং সস্তায় যারা ওষুধ দেবে, আমরা তাদের কাছ থেকে তা কিনব। এজন্য গ্লোবাল টেন্ডার আহ্বান করা হবে। এই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এবং আমরা রাজ্যে যত দ্রুত সম্ভব টিকাকরণের চেষ্টা করছি।
প্রসঙ্গত, মহারাষ্ট্রে করোনা গ্রাফ ঊধর্বমুখী । শনিবারও ৬৭ হাজার ১৬০ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। তার আগের দিনে এই সংখ্যাটা ছিল ৬৬ হাজার ৮৩৬।
গত ১৯ মে কেন্দ্র ঘোষণা করেছে, ১ মে থেকে ১৮ বছরের বেশি বয়সিদের ভ্যাকসিন দেওয়া হবে। এর পাশাপাশি রাজ্য সরকার এবং বেসরকারি হাসপাতালগুলিকে ভ্যাকসিন উৎপাদনকারী সংস্থাগুলির কাছ থেকে ভ্যাকসিন কেনার অনুমতি দেওয়া হয়। কেন্দ্রের ঘোষণা অনুযায়ী, ভ্যাকসিন উৎপাদনকারী সংস্থাগুলি রাজ্য সরকার এবং খোলা বাজারে ৫০ শতাংশ ডোজ বিক্রি করতে পারবে। সেজন্য তাদের ১ মে-র আগেই আগাম মূল্য জানাতে বলা হয়েছে।
১৬ জানুয়ারি থেকে ভারতে করোনার টিকাকরণ শুরু হয়েছে। তালিকায় রয়েছে দুটি ভ্যাকসিন-কোভিশিল্ড ও কোভ্যাকসিন। ১ মার্চ থেকে ৬০ বছরের বেশি বয়সিদের এবং ৪৫ বছরের বেশি বয়সিদের যাদের কোমর্বিডিটি আছে তাদের দ্বিতীয় দফায় ভ্যাকসিনেশন শুরু হয়। তৃতীয় দফায় টিকাকরণ শুরু হয় ১ এপ্রিল থেকে। এবার ৪৫ বছরের বেশি বয়সিদের টিকা দেওয়া হয়। আগামী ১ মে থেকে ১৮ বছরের বেশি বয়সিরা টিকা নিতে পারবেন।